অনলাইন ডেস্ক : ভয়ানক অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বড়খলার বড়যাত্রাপুর বাজার সংলগ্ন এলাকা। বুধবার বিকেল তিনটে নাগাদ বড়যাত্রাপুর বাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা রুকন উদ্দিনের বাড়িতে হঠাৎ ঘটে এমন অগ্নিকাণ্ডের ঘটনা। আচমকা লোকের চোখে পড়ে ওই বাড়ির খড়ের ঘরে দাউদাউ করে জ্বলে উঠা আগুনের লেলিহান শিখা।কালাইন-শিলচর সড়ক লাগোয়া বাড়িতে এমন অগ্নিকাণ্ডের ঘটনা চোখে পড়তেই,স্থানীয় জনগণ তথা স্কুল পড়ুয়ারা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েন। হাতে হাতে বাল্টি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে জোর চেষ্টা করলেও, আগুন নিয়ন্ত্রণে আনা দায় হয়ে উঠে।মৃদু বাতাসের প্রবাহে আগুনের গতিবেগ ক্রমশ বিস্তার লাভ করতে থাকে। খবর পেয়ে দ্রুত পুলিশ দলববল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভাঙ্গারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভাস্করজ্যেতি চৌধুরী।খবর পাঠানো হয় বড়খলার দমকল বাহিনীর কাছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে দমকল গাড়ি।এতে টানা দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টার পর,আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শীদের কথায়, যদি সময়মতো স্থানীয় জনগণ ঘটনাস্থলে না থাকতেন, তাহলে রুকন উদ্দিনের বাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি আগুনের থাবায় পুড়ে ছারখার হয়ে পড়ত। স্থানীয় জনগণ ও দমকল বাহিনীর সহ প্রশাসনের তৎপরতায় বরাতজোরে রক্ষা পেল গোটা এলাকা।