অনলাইন ডেস্ক : মহাত্মা গান্ধীর ঘাতক নাথুরাম গডসের উপর তৈরি ছবি শীঘ্রই মুক্তি পাচ্ছে। এবার এই সিনেমা নিয়ে আসাদুদ্দিন ওয়েইসি এবং নরেন্দ্র মোদির মধ্যে লেগে গেল। গুজরাট দাঙ্গা নিয়ে সম্প্রতি বিবিসির প্রকাশিত দুই ভাগের তথ্যচিত্র ব্লক করায় কেন্দ্রের বিরুদ্ধে এবার তোপ দাগলেন এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর প্রশ্ন, মোদির ওপর তৈরি তথ্যচিত্র ব্লক করা হলেও গোডসের ওপর তৈরি সিনেমা কেন নিষিদ্ধ করা হবে না? উল্লেখ্য, আগামী ২৬ জানুয়ারি ‘গান্ধী গোডসে: এক যুদ্ধ’ নামক একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। সেই সিনেমার ওপর নিষেধাজ্ঞার দাবিতে সরব হয়েছেন হায়দরাবাদের সাংসদ। একটি অনুষ্ঠানে লোকসভা সাংসদ বলেন, ‘আপনারা দেখেছেন যে গুজরাট দাঙ্গার সময় মুখ্যমন্ত্রী পদে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী মোদি। তাঁর ওপর তৈরি বিবিসি ডকুমেন্টারি নিয়ে বিস্তর আলোচনা চলছে। মোদি সরকার ঔপনিবেশিক যুগের সাথে যুক্ত একটি আইনের ভিত্তিতে ডকুমেন্টারিটিকে ব্লক করেছে। যখন দাঙ্গা হয়েছিল তখন আপনি কি মুখ্যমন্ত্রী ছিলেন না… বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়েছিল… একজন কংগ্রেস সাংসদকে হত্যা করা হয়েছিল।’ এরপর ওয়াইসি আরও বলেন, ‘মহাত্মা গান্ধীর হত্যাকারী গোডসেকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে… ভারতের প্রধানমন্ত্রী কি সিনেমাটি নিষিদ্ধ করবেন? আমি নিজে দেখেছি… গান্ধীকে কেন তাকে হত্যা করা হয়েছিল, তা নিয়ে সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে অনেক জায়গায়। তাই বিবিসি যখন প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে কিছু দেখায়, তখন সমস্যা হয়। কিন্তু গান্ধীর হত্যাকারী ব্যক্তিকে নিয়ে একটি সিনেমা হলে সব ঠিক আছে। নরেন্দ্র মোদি তো গান্ধীর চেয়ে বড় নন।’