অনলাইন ডেস্ক : লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২ জি-র ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি’র জানুয়ারি মাসের ‘হেল্প দ্য অ্যানিমেল’ কর্মসূচির অধীনে বৃহস্পতিবার লালার আয়নাখাল চা-বাগান এলাকায় থাকা বাঁদরদের মধ্যে খাবার বিতরণ করল লায়ন্স ক্লাব অব লালা। এদিন লায়ন্স ক্লাব অব লালার সভাপতি নুরুল মজুমদারের নেতৃত্বে ক্লাবের এক প্রতিনিধিদল পাকা কলা, বিস্কুট,ব্রেড,চাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে আয়নাখাল চা-বাগান এলাকায় ছুটে যান। সেখানে বাঁদরদের মধ্যে এগুলো বিলিয়ে দেন তারা। এদিন আয়নাখাল চা-বাগানের ফ্যাক্টরি এলাকা,গুদাম এলাকা ও আয়নাখাল বাজারে থাকা বাঁদরের মধ্যে কলা সহ খাদ্য বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত কার্যসূচিতে লায়ন্স ক্লাব অব লালার উপ সভাপতি বাবুতন সিংহ,রথীন্দ্র নাথ,সহকারী কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন চৌধুরী,নির্মলেন্দু নাথ,মাসুদ করিম চৌধুরী,হিমাংশু রায় প্রমুখ অংশ নিয়ে বাঁদরের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য,আয়নাখাল চা-বাগান এলাকায় খাদ্যের সন্ধানে ঝাঁকে ঝাঁকে বাঁদরের দল ছুটে এসে হানা দিচ্ছে বাসাবাড়িতে। এরা ক্ষেতের ফসল,গাছের ফল,বাড়ির আঙ্গিনায় লাগানো সবজি সব খেয়ে সাবাড় করে দিচ্ছে। ফসল ছাড়াও সুযোগ পেলে এরা লোকজনের ঘরের রান্না করা খাবারও খেয়ে ফেলে।এদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার জনসাধারণ। এই পরিস্থিতিতে লায়ন্স ক্লাব এদিন ক্ষুধার্ত বাঁদরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে। ক্লাবের উপ সভাপতি সিএইচ বাবুতন সিংহ জানান,খাদ্যের সন্ধানে বাঁদরের দল লোকালয়ে ছুটে এসেছে।তাই এদের জন্য কিছু খাবারের ব্যাবস্থা করা হয়েছে।