অনলাইন ডেস্ক : হাইলাকান্দি জেলার লালাছড়া-বর্ণারপুর জিপির উন্নয়ন বঞ্চিত কুরতাটিলা খাসিয়াপুঞ্জির জনগণ আজও বাঁশের ঝুলন্ত সাঁকো দিয়ে পার হয়ে জীবন নির্বাহ করেন।সরকার গ্রামের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলেও উন্নয়নের ছোয়া লাগেনি উপজাতি অধ্যুষিত কুরতাটিলা পুঞ্জিতে। চলাচলের রাস্তা ও সেতু না থাকায় নরকযন্ত্রণার মধ্যে দিয়ে জীবন নির্বাহ করতে হচ্ছে এখানকার জনগণকে। যদিও কুরতাটিলা পুঞ্জির উন্নয়নে গুরুত্ব না দেওয়ায় জনপ্রতিনিধি সহ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করলেন রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর।তিনি বলেন, কাটলিছড়া কেন্দ্রে উন্নয়নের জোয়ার বইছে বলে বিধায়ক সুজাম উদ্দিন লস্কর প্রচার করলেও বাস্তবে রাস্তাঘাট ও সেতুর জন্য হাহাকার করছেন জনগণ। রাইজর দলের নেতা জহির উদ্দিন কুরতাটিলা পুঞ্জির রাস্তা ও সেতু নির্মাণের জন্য হাইলাকান্দির পূর্ত বিভাগ ও গ্রামোন্নয়ন বিভাগকে এক মাসের সময়সীমা বেঁধে দেন। এক মাসের মধ্যে কাজ শুরু না হলে পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকারের কার্যালয় ও জেলা পরিষদের সিইইও-র কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন জহির।