অনলাইন ডেস্ক : ফের পাথারকান্দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার(পিএমএওয়াই) ঘর বন্টনে ব্যাপক দুর্নীতির তথ্য বেরিয়ে এল। পাথারকান্দিতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলা ডবল ইঞ্জিন বিজেপি সরকারের সময়ে উৎকোচ দিতে পারলেই মিলছে সরকারি ঘর। ওয়ার্ড সদস্যের হাতে দশ হাজার টাকা দিলে যে কারও ভাগ্য খুলে যেতে পারে। এমন বিস্তর অভিযোগ রয়েছে বিধায়ক কৃষ্ণেন্দু পালের নির্বাচনী কেন্দ্র পাথারকান্দির বিভিন্ন জিপিতে। এ বিষয়ে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুরুঙ্গা জিপির আবুল হোসেন বলেন,এসব কাণ্ডে একাংশ পঞ্চায়েত প্রতিনিধি কিছু ওয়ার্ড সদস্য জড়িত রয়েছেন।সোমবার বুরুঙ্গা জিপির পয়লামুলি গ্রামে সাংবাদিকদের ডেকে আবুল হোসেন অভিযোগ করেন,ওয়ার্ড সদস্যের প্রতিনিধি সাত্তার মিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়ে দেওয়ার জন্য দশ হাজার টাকা দাবি করেছেন সুবিধাপ্রাপকদের কাছে।অভিযোগ মতে,যারা এই টাকা দিতে অসমর্থ হচ্ছেন তাদের নাম চূড়ান্ত তালিকায় ঠাঁই পাচ্ছে না।আর যারা যথাসময়ে টাকা যথাস্থানে পৌঁছে দিতে সক্ষম হচ্ছেন তারা বিগতদিনে ঘর পেলেও ফের ফাইনাল তালিকায় ঠাঁই পাচ্ছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভাগীয় ঊধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে স্থানীয় ভুক্তভোগীদের পক্ষে নালিশও জানানো হয়। কিন্তু কে শুনে কার কথা। সমূহ বিষয় নিয়ে সঠিক তদন্তের জন্য জেলাশাসক,সার্কল অফিসার সহ বিডিও-র হস্তক্ষেপ কামনা করেছেন পয়লামুলি গ্রামের লাইলি বেগম,নুর উদ্দিন, জয়নুল হক,হাবিব উদ্দিন,আবুল হোসেন,আরিফ উদ্দিন প্রমুখ। এ বিষয়ে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।