বিশ্বকবি রবীন্দ্রনাথ
সানোয়ারা বেগম চম্পা
হে মহামানব–
তুমি জন্মেছিলে এই পৃথিবীতে,
কিছুতেই হয় না গো তোমার তুলনা,
তোমার গানে তোমার কবিতায়
ভুবন করেছো জয়!
তোমার আশায় তোমার ভালোবাসায়
পেয়েছি কত আনন্দ !
তোমার হৃদয়ের কাছে এসে
ভুলেছি কত ব্যথা…
হে বিশ্বকবি–
তুমি এসেছিলে এই পৃথিবীতে
তাই পৃথিবী এতো মধুময়!