অনলাইন ডেস্ক : শিলচর রাধামাধব কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক সুদর্শন গুপ্ত আর নেই। শনিবার সকাল ১১-৪০ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। তিনি গত সপ্তাহদিন ধরে অসুস্থ ছিলেন। গত ৫ জানুয়ারি মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটলে তাঁকে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার হয় তাঁর। এরপর স্থিতিশীল অবস্থায় ছিলেন। এরমধ্যে শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। অবশেষে শনিবার সকালে তিনি চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যুতে গোটা শহর সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। সুদর্শন গুপ্ত সংবাদ জগতের সঙ্গেও জড়িত ছিলেন। ছিলেন একজন সমাজকর্মীও। ‘ওয়ে টু বরাক’ নিউজ এজেন্সি ও ডিজিটাল পোর্টাল এর প্রতিষ্ঠাতা।
শিলচর পাবলিক স্কুল রোডের বাসিন্দা সুদর্শন গুপ্ত রাধামাধব কলেজের ইতিহাস বিষয়ের এইচওডি ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন মা, স্ত্রী, এক ছেলে সহ আত্মীয়স্বজন ও গুনমুগ্ধদের। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিভিন্ন সংস্থা-সংগঠন, সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান সহ অনেকেই।