অনলাইন ডেস্ক : অবশেষে মুক্তি পেল শাহরুখ খানের ‘পাঠান’-এর ট্রেলার। মঙ্গলবার সকাল ১১টায় মুক্তি পায় এই ছবির ট্রেলার। অ্যাকশন, থ্রিলারে জমজমাট ট্রেলারে নেট দুনিয়ায় ঝড় তুললেন শাহরুখ, দীপিকা, জন আব্রাহাম। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।
দীর্ঘ পাঁচ বছর পর এবার ‘পাঠান’ দিয়ে কামব্যাক করতে চলেছেন কিং খান। স্বাভাবিকভাবেই শাহরুখ খানের এই ছবিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তাই ট্রেলার প্রকাশ্যে আসতেই নজর কাড়ছে তার ভিউ। যশরাজ ফিল্মসের ছবি ‘পাঠান’-এ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে।