অনলাইন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন বরাকের স্বনামধন্য চিকিৎসক স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. অরুন পালচৌধুরী। দীর্ঘরোগভোগের পর সোমবার ভোররাতে ( আনুমানিক রাত ১-৪৩ টা ) কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন ড. পালচৌধুরী। স্ত্রী সহ মৃত্যুকালে রেখে গেছেন দুই ছেলেকে। গত আগস্ট মাসে তিনি জানতে পারেন যে তাঁর শরীরে এই মারণব্যধি বাসা বেঁধেছে। তখন মুম্বইর পাশাপাশি কলকাতার এই বেসরকারি হাসপাতালে নিজের চিকিৎসা করিয়ে আসছিলেন ড. পালচৌধুরী।
সম্প্রতি ধুবড়ি চিকিৎসা মহাবিদ্যালয়ে ট্রান্সফার হয়েছিলেন তিনি । সেখানে গায়েনোকোলজির অধ্যাপক পদে বদলি হয়ে গিয়েছিলেন। তবে বরাকের রোগীদের চিকিৎসা অব্যাহত রেখেছিলেন তিনি। ডিসেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্স -এ করে তাঁকে কলকাতা উড়িয়ে নেওয়া হয়েছিল। সেখানেই এতদিন তাঁর চিকিৎসা চলতে থাকে। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার ভোরেরাতে জীবনযুদ্ধে হেরে যান ড. অরুণ পালচৌধুরী।
তাঁর মৃত্যুর খবরে চিকিৎসক থেকে শুরু করে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।