অনলাইন ডেস্ক : পশ্চিম শিলচরের ঐতিহ্যবাহী জয়নগর মজাহিরুল উলুম মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠান আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে । জলসা পরিচালনার জন্য ইতিমধ্যে আইনজীবী ইয়াছিন আলি বডভূইয়াকে সভাপতি ,আইনজীবী আব্দুল ওদুদ লস্করকে কার্যকরী সভাপতি , জসিম উদ্দিন বডভূইয়াকে সম্পাদক ও ড়া: সাদিক আহমদ লস্করকে যুগ্ম সম্পাদক মনোনীত করে শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে । রবিবার মাদ্রাসায় জলসার প্রস্তুতি নিয়ে অভ্যর্থনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয় । সভায় জলসার প্রস্তুতি নিয়ে বিশদ আলাপ আলোচনা হয় । পরে সংবাদ মাধ্যমের সামনে জলসার বিস্তারিত কার্যসূচি তুলে ধরেন অভ্যর্থনা কমিটির কর্মকর্তারা । তারা বলেন ওইদিন ২৬ জানুয়ারি সকালে প্রজাতন্ত্র দিবস হিসাবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে ।এরপর সকাল ১০ টায় পবিত্র কুরান পাঠের মাধ্যমে জলসা শুরু হবে , তা চলবে রাত ১০ টা পর্যন্ত । এতে পৌরোহিত্য করবেন মাদ্রাসার মুহতমিম মওলানা সানুহর আলি বড়ভৃইয়া । প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত শ্বেয়খুল জামিয়া দারুল উলুম বাশকান্দি মাদ্রাসার মওলানা শ্বেখ ইয়াহইয়া সাহেব। মূখ্য অতিথি হিসাবে বক্তব্য রাখবেন কলকাতা বসিরহাটের জামিয়া নুমানিয়ার অধ্যাপক মওলানা মুফতি নাসিরুদ্দিন চাঁদপুর ।বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার শিক্ষক মওলানা কারি লোকমান কাসিমী । বিশেষ আলোচকদের মধ্যে উপস্থিত থাকবেন করিমগঞ্জ ফকিরাবাজার দারুল উলুম শেখ আহমদ আলি মাদ্রাসার শিক্ষক মওলানা মুফতিসইমরান হুসেন কাসিমী , জয়নগর মজাহিরুল উলুম মাদ্রাসার শিক্ষক মওলানা মুফতি হাবিব আহমদ , মওলানা মুফতি সালেহ আহমদ। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতমিম মওলানা সানুহর আলি বড়ভৃইয়া , অভ্যর্থনা কমিটির কার্যকরী সভাপতি আইনজীবী আব্দুল ওদুদ লস্কর , সম্পাদক জসিম উদ্দিন বড়ভৃইয়া, ময়নুল হক, লুৎফর রহমান লস্কর , ময়নুল হক ,রফিক উদ্দিন, মাদ্রাসার শিক্ষক মওলানা আব্দুল মান্নান বড়ভৃইয়া , মওলানা সালে আহমদ বডভূইয়া , মওলানা হাবিব আহমদ কাসিমী , মওলানা তৈয়বুর রহমান বড়ভৃইয়া , জিয়া আহমদ চৌধুরী । তারা মহফিলে সবার সাহায্য সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।