অনলাইন ডেস্ক: ক্রমশই উন্নতির পথে হাঁটছে শহর শিলচর। দক্ষিণ অসম তথা পার্শ্ববর্তী রাজ্যের বাণিজ্যিক কেন্দ্র হওয়ার পথে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরটি। আর বেশি দূর নয় , যখন দ্বিতীয় কর্পোরেশন সিটি হয়ে উঠবে শিলচর । দেশের অনেক রাজ্যের রাজধানী থেকেও শিলচর অনেকাংশে বড় এবং যথেষ্ট সম্ভাবনাময় বাণিজ্য নগর হয়ে উঠার দাবি রাখে । ফলে লোক সংখ্যার নিরিখেই হোক বা বাণিজ্যের নিরিখেই হোক শিলচরে সরকারি জেনারেল ইন্সুরেন্স হাবের দাবি উত্থাপিত হল। এমনিতে জেনারেল ইন্সুরেন্স ব্যবস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা তথা দুর্ঘটনায় ক্ষতিপূরণের ব্যবস্থা , এককথায় ব্যাঙ্ক ইত্যাদির মত জনগণের সঙ্গে বৃহৎ পরিসরে সশরীরি উপস্থিতি থাকে পাবলিক সেক্টর জেনারেল ইন্সুরেন্স প্রতিষ্ঠানগুলির। শিলচরে বর্তমানে অবস্থিত সরকারি জেনারেল ইন্সুরেন্স কোম্পানিগুলির ডিভিশন অফিসের আরো ‘আপগ্রেড’ হোক, তবে কোন অবস্থাতেই ‘ডাউনগ্রেড’ চায় না নাগরিক মঞ্চ। মাঝেমধ্যে প্রায়ই শোনা যায়, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান শিলচর থেকে চলে যাচ্ছে বা ক্ষুদ্র আকার নিচ্ছে, তখনই শিলচরের নাগরিকদের এবং জনপ্রতিনিধিদের উদ্যোগে পুনরায় তা পূর্ব মহিমায় অবস্থান করে, এমন নজিরও আছে । তাই, এই ক্ষেত্রেও জনপ্রতিনিধিরা যেন একটু আগাম নজর রাখেন, এই অনুরোধ নাগরিক মঞ্চের। শিলচর হতে চায় স্বাস্থ্য হাব, বাণিজ্য হাব, আইটি হাব, ইন্সুরেন্স হাব। শিলচরের স্বপ্নদর্শী দূরদর্শী নাগরিকদের দ্বারা গঠিত নাগরিক মঞ্চ ‘ভিসন এস ২৫’ দক্ষিণ অসমের সম্ভাবনাময় বাণিজ্য কেন্দ্র শিলচরে ইন্সুরেন্স হাব প্রতিষ্ঠার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে দাবি সম্বলিত আর্জি জানানো হয়েছে। এছাড়াও দাবিপত্রের কপি ই-মেইলে পাঠানো হয়েছে শিলচরের সাংসদ রাজদীপ রায়ের কাছে এবং মুখ্যমন্ত্রীর অফিসে।