অনলাইন ডেস্ক : ফিরে এলেন আমড়াঘাটের নিখোঁজ ব্যবসায়ী অপু পাল। গত ২৭ ডিসেম্বর শিলচর ফাটক বাজার এলাকায় কেনাকাটা করতে এসে নাপাত্তা হয়েছিলেন তিনি। সন্দেহ করা হচ্ছিল তিনি অপহৃত হয়েছেন। যদিও এদিন তিনি ফিরে আসার পর পুলিশ সুপার নূমল মাহাতো জানান, অপু মোটেই অপহৃত হননি। নিজে থেকেই তিনি চলে গিয়েছিলাম শিলচর ছেড়ে।
পুলিশ সুপার জানিয়েছেন, অর্পু নিজে থেকেই প্রথম কলকাতা যান, এরপর সেখান থেকে যান চেন্নাইয়ে। তিনি চেন্নাই থেকে আন্দামানে যাওয়ারও পরিকল্পনা করেছিলেন। এরমধ্যে পুলিশ চেন্নাইয়ে তার অবস্থানের কথা জানতে পেরে সেখানে যাওয়ার তোড়জোড় শুরু করে। খুব সম্ভবত কোনোভাবে পুলিশ যে তার অবস্থানের কথা জানতে পেরেছে, এই খবর পৌঁছে গিয়েছিল অপুর কাছেও। তাই তিনি ট্রেনে শিলচরের উদ্দেশ্যে রওনা হন। আর খবর পেয়ে মঙ্গলবার পুলিশ শিলচর ও লামডিং-এর মধ্যবর্তী একটি স্টেশনে ট্রেন থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।
পুলিশ সুপার একথা জানালেও তিনি কেন এভাবে নিজে থেকে চলে গিয়েছিলেন তা জানাননি।
তবে ঘটনা যাই হয়ে থাকুক না কেন, অপুর এভাবে বেপাত্তা হওয়ার পেছনে কোনও রহস্য লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।