সাময়িক প্রসঙ্গ, গুয়াহাটি, ২৭ ডিসেম্বর : অসমের চা বিশ্ব বিখ্যাত। ব্রিটিশ আমল থেকে সবুজ অসম বিখ্যাত চাপাতার জন্য। পুনরায় এবার সেই বাক্য সত্য বলে প্রমাণ করল অসমের চা। চা নগরী রূপে বিখ্যাত চাবুয়ার চাপাতা এবার সক্ষম হয়েছে ইতিহাস সৃষ্টি করতে। সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান লাভ করেছে চাবুয়ার ডিকম এএফটি টেকনো ট্রেড-র গোল্ডেন পার্ল টি।
কলকাতার চা নিলাম কেন্দ্রে ১ লক্ষ ৫১ হাজার ১ টাকায় বিক্রি হল এক কিলো গোল্ডেন পার্ল টি। অধিক মূল্যে এএফটি টেকনোট্রেড এর গোল্ডেন পার্ল টি সৃষ্টি করেছে নতুন ইতিহাস। অন্য চাপাতা থেকে কিছু পৃথক এই চায়ের উৎপাদন পদ্ধতি। দিনের পরিবর্তে চাঁদের আলোয় প্রস্তুত করা হয় এই বিশেষ চাপাতা। উল্লেখ্য, এর আগেও গুয়াহাটির চা নিলাম কেন্দ্রে ৯৯ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হয়ে উদাহরণ সৃষ্টি করেছিল গোল্ডেন পার্ল টি। মূলত বিশ্বের দরবারে অসম এবং অসমের চায়ের নাম উজ্জ্বল হয়ে উঠাই হচ্ছে এই গোল্ডেন পার্ল টির মূল উদ্দেশ্য। স্বাভাবিকভাবে গোল্ডেন পার্ল টির এই ইতিহাস চাবুয়াবাসীর সঙ্গে গৌরবান্বিত করে তুলেছে সমগ্র রাজ্যবাসীকে।