সাময়িক প্রসঙ্গ, শিলচর, ১৯ ডিসেম্বর: শিলচর চেংকুড়ি রোডের কালীঞ্জর এলাকা থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। প্রবাল সিনহা (২৯) নামে এই যুবক ছিলেন চেংকুড়ি এলাকার বাসিন্দা। যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে এর পাশে পড়েছিল তার বাইক। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে তার।
জানা গেছে, প্রবাল রামনগর এলাকায় এক বেসরকারি সংস্থায় কাজ করতেন। রবিবার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রাতে সাড়ে বারোটা নাগাদ তাকে রক্তাক্ত অবস্থায় কালীঞ্জরে বাইপাসের কাছে চেংকুড়ি রোডের উপর পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সেখানে ছুটে যান তার পরিবারের লোকেরা। তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের এক সূত্র জানান, ঘটনাটা আপাত দৃষ্টিতে পথ দুর্ঘটনা বলে মনে হলেও কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে পথ দুর্ঘটনা বলে মনে হলেও ঘটনার পেছনে অন্য কোনও রয়েছে লুকিয়ে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও।
প্রবাল সম্পর্কে জানা গেছে, তিনি একজন ভালো ফুটবলার ছিলেন, খেলতেন ক্রিকেটও। তিনি খেলেছেন শিলচরের ফুটবল সুপার ডিভিশন লিগেও। তার মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর শোক মিছিল করে চেংকুড়ি বাগানের খেলার মাঠে মৃতদেহ নিয়ে যাওয়ার পর সেখানে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে। এরপর সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।