সাময়িক প্রসঙ্গ, গুয়াহাটি, ১২ ডিসেম্বর : যোগ ব্যায়াম সম্পূর্ণ রূপে তারুণ্যের সুস্থতার বিজ্ঞান এবং শরীর,মন ও আত্মাকে একীভুত করার বিজ্ঞান। এটি আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতা বাড়ায় এবং একই সাথে আমাদের সামাজিক সুস্থতাকে সমৃদ্ধ করে। যোগব্যায়াম আমাদের শারীরিক এবং মানসিক সহনশীলতা তৈরি করে নিজেদের সাহায্য করার শক্তিও যোগায়। গুয়াহাটি জেলা গ্রন্থাগার ভবনে ভারতীয় যোগ এবং যোগ থেরাপি সেন্টার আয়োজিত ১৬ তম যোগ মহোৎসব উদ্বোধন করে অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি এ মন্তব্য করেন। বর্তমান যুগে জীবন যেহেতু খুব দ্রতমুখী তখন স্বাস্থের যত্ন নেওয়া অপরিহার্য। তাই, সুস্থ ও শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য যোগব্যায়াম হল সবার জন্য, চূড়ান্ত সমাধান। তিনি আরও বলেন, যোগ হল ভারতের প্রাচীন ঐতিহ্যের একটি অমূল্য উপহার। এটি মন ও শরীরের ঐক্যকে মূর্ত করে। যোগ স্বাস্থ্য এবং সুস্থতার জন্য সামগ্রিক পদ্ধতি। যোগব্যায়াম সুদীর্ঘকাল থেকেই ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
অধ্যাপক মুখি আরও বলেন,ভারতীয় যোগ সংস্কৃতি এবং যোগ থেরাপি সেন্টার, জন্মলগ্ন থেকেই মানুষকে যোগের প্রতি আগ্রহী করে তুলছে। কারণ হল যোগ হল সুস্থ, সমৃদ্ধ ও উন্নত জাতির সম্পদ। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে যোগ সংস্কৃতি এবং থেরাপি সেন্টার অসমে যোগ মহোৎসব বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করে আসছে। এবারের মহোৎসবেও বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা অংশ নেন এবং যোগ ব্যায়ামের উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন।