সিমলা, ১১ ডিসেম্বর : দফায় দফায় বৈঠক, টানটান স্নায়ুযুদ্ধের পর হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দর সিং সুখুকে বেছে নিয়েছিল কংগ্রেস। রবিবার সেই সুখুর শপথ অনুষ্ঠানেই কংগ্রেস শিবিরের ঐক্যের ছবি ধরা পড়ল। মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার প্রয়াত বীরভদ্র সিংয়ের স্ত্রী, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। তেমনই ছিলেন কংগ্রেসের বিভিন্ন শিবিরের নেতারা। একই অনুষ্ঠানে হাজির রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং দলের অন্দরে তাঁর বিরোধী হিসেবে পরিচিত সচিন পাইলটও। বিভেদ দূরে রেখে দলের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে দেখা গিয়েছে মান্ডির কংগ্রেস সাংসদ প্রতিভা সিংকে।
হিমাচলের রাজ্য রাজনীতিতে প্রয়াত নেতা বীরভদ্র সিংয়ের সমালোচক হিসেবে পরিচিত সুখবিন্দর সিং সুখু। মুখ্যমন্ত্রী পদে বীরভদ্রের পরিবারকে গুরুত্ব দেওয়া উচিত, প্রকাশ্যেই এমন কথা বলেছিলেন প্রয়াত নেতার স্ত্রী প্রতিভা। সেই আশা পূর্ণ হয়নি। তবে রবিবার সকালে শপথের আগে সিমলায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিংয়ের বাড়িতে গিয়ে দেখা করেন সুখবিন্দর সিং সুখু। সাক্ষাতের পর হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু বলেন, ‘উনি (প্রতিভা সিং) প্রদেশ কংগ্রেস সভাপতি, আমাদের ওনার নেতৃত্বেই কাজ করতে হবে।’ এদিন সকাল সকাল সিমলা পৌঁছন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ভারত জোড়ো যাত্রা ছেড়ে সিমলায় হাজির হন রাহুল গান্ধী। শপথ অনুষ্ঠানে ছিলেন হিমাচলে কংগ্রেসের প্রচারের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গান্ধীও। ভোটের ফলে তিনি খুব খুশি, সিমলা পৌঁছে জানান কংগ্রেস সাধারণ সম্পাদক।