অনলাইন ডেস্ক : পেহেলগাম কান্ড নিয়ে ফেসবুক পোস্টকে ঘিরে বিশিষ্ট লেখিকা তথা কাবুগঞ্জ জনতা কলেজের বাংলার প্রাক্তন শিক্ষিকা সীমা ঘোষকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ চালালো পুলিশ।
শহরের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা সীমা ঘোষকে সোমবার সকালে সদর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ । এরপর নোটিশ দিয়ে শর্তসাপেক্ষে তাকে যেতে দেওয়া হয়।
পুলিশের এক সূত্র জানান, পেহেলগাম কান্ডকে ঘিরে সীমা ঘোষের ফেসবুক পোস্ট নিয়ে একজন অভিযোগ করেছেন। অভিযোগ সীমা তার ফেসবুক পোস্টে পেহেলগাম কান্ডকে ঘিরে ভারতীয় সেনাবাহিনী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন।
এদিন সীমা ঘোষ যখন থানায় যান তখন তার সঙ্গে ছিলেন শহরের বেশ কয়েকজন লেখক ও বুদ্ধিজীবী। যতক্ষণ জিজ্ঞাসাবাদে চলে ততক্ষণ তারা ছিলেন থানায়ই। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সীমা ঘোষকে তারা সঙ্গে নিয়ে যান।
প্রসঙ্গত, পেহেলগাম কাণ্ডকে ঘিরে ফেসবুকে আপত্তিজনক পোস্ট করার অভিযোগে পুলিশ ইতিমধ্যে কাছাড় সড় রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।