অনলাইন ডেস্ক : চুরি হলো শহরের সোনাই রোড আশুতোষ লেনে। মঙ্গলবার রাতে গলির সঞ্জয় শীল নামে এক ব্যক্তির ঘরে হানা দিয়ে চোর হাতিয়ে নিয়ে যায় ২ লক্ষাধিক টাকার সোনা ও রুপার অলংকার সহ অন্যান্য সামগ্রী। সঙ্গে হাতিয়ে নিয়ে গেছে নগদ ২২ হাজার টাকাও।
চুরির ঘটনা নিয়ে সঞ্জয়বাবু বুধবার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেছেন।এজাহারে তিনি উল্লেখ করেছেন,বুধবার ভোরে ঘুম থেকে উঠার পর তারা দেখতে পান দরজা খোলা। ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র।শোকেস থেকে গায়েব সোনা ও রূপার অলংকার সহ নগদ ২২ হাজার টাকা।এছাড়া হাতিয়ে নিয়ে যাওয়া হয়েছে একটি মোবাইলও ।
সঞ্জয় বাবু এজাহার দায়ের করার পর পুলিশ এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।