অনলাইন ডেস্ক : সোমবার সন্ধ্যায় এন আই টির পেছনে মধুটিলাতে এক বিধ্বংসী অগ্নিকান্ডে পাচটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই বাড়ির মালিক মদন গোয়ালা সহ তার অন্য চার ভাইয়ের পরিবার আজ অসহায় অবস্থায়। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে।
আগুন থেকে তারা যখন তাদের গরুগুলি বাচাতে ব্যস্ত ছিলেন সেই সময় তাদের সবকিছু পূড়ে যায়। নগদ টাকা, গয়না জমির দলিল সহ যাবতীয় কাগজপত্র পুড়ে যায়। একটি জিনিসও রক্ষা করা সম্ভব হয়নি। এই এলাকার রাস্তা সরু থাকায় সময় মতো দমকল এসে পৌঁছতে পারেনি । প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এই গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে খড়ের স্তুপ। এতে যদি আগুন লাগে তাহলে আর রক্ষা নেই। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ এলেও এই পরিবার গুলি তাদের সবকিছু হারিয়ে ফেলে।
এই অগ্নিকান্ডের জন্য এলাকার নাগরিকরা এপিডিসিএলকে দায়ী করেন। এখানে বিদ্যুতের লাইন ঝুলে রয়েছে। বারবার এপিডিসিএল কর্তৃপক্ষকে জানানোর পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসীরা বলেন এই অগ্নিকাণ্ডের পুরো ক্ষতিপূরণ বিদ্য বিভাগকে দিতে হবে। এলাকার নাগরিকরা নিজেদের চেস্টায় এই আগুন নিয়ত্রনে আনেন। ক্ষতির পরিমান কমপক্ষে ৫০ লক্ষ টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্থরা।