অনলাইন ডেস্ক : লক্ষীপুর পুলিশ থানা এলাকার ফুলেরতল সোনাই পূর্ত সড়কের বিন্নাকান্দি প্রথম খন্ড এলাকায় এক শোকাবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মৃতদেহ- রাস্তার উপর রেখে তীব্র প্রতিবাদ স্থানীয় জনসাধারণের। ঘটনা নিয়ে তীব্র চঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। দুপাশে শত- শত যানবাহন আটকা পড়েছে। এই মুহূর্তে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। দুর্ঘটনায় হত যুবকের নাম লুতরু বাউরী ,৩৫ বছর । পিতা সুকুমার বাউরি। বাড়ী লক্ষীপুর চা বাগানের উপর টিলায়। ঘাতক ডাম্পারের নম্বর এম জেড ০১ এন ৬২৭৫ ,ঘটনাটি সংঘটিত হয়েছে আজ রবিবার সকাল অনুমান দশটায়। বিন্নাকান্দি সোনাই পূর্ত সড়কের বিন্নাকান্দি প্রথম খন্ড এলাকায় হতভাগ্য লুতরু বাউরি পথের পাশে বসে একটি কোদাল ঠিক করছিলেন। হঠাৎ করে একটি ডাম্পার গাড়ি এসে পিষে যায়। ঘাতক গাড়ি প্রথমে একটি পথে কাজ করা মেশিন গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা লুতরু বাউরি কে সজুরে ধাক্কা মেরে একটি বাড়ির দেওয়াল ভেঙ্গে ঢুকে পড়ে , গাড়ির নিচে চাপা পড়ে লুতরু বাউরির ঘটনাস্থলে মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। মৃতদেহ সড়কে রেখে স্থানীয় জনসাধারণ বিভিন্ন দাবি নিয়ে এখন ও সড়ক অবরোধ করে রেখেছেন।