অনলাইন ডেস্ক : হাইলাকান্দির ৬ নম্বর জাতীয় সড়কে ঘটেছে এক ভয়াবহ পথ দুর্ঘটনা। জাতীয় সড়কের বাউয়ারঘাট এলাকায় এক দ্রুতগতির ট্রিপার ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক পিতা ও তার ৮ বছর বয়সী পুত্র ঘটনাস্থলেই প্রাণ হারান। মৃতদের পরিচয় সালেহ আহমদ বরভূঞা ও তার ৮ বছর বয়সী পুত্র বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, যা রাস্তায় নিরাপত্তার অভাবকে সামনে এনেছে। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ আরম্ভ করেন। তারা দোষীদের কঠোর শাস্তি ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যার ফলে একজন পুলিশ কর্মী আহত হন। অবশেষে হাইলাকান্দির পুলিশ সুপার লিনা দলে ও আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।