অনলাইন ডেস্ক : মায়ানমার থেকে অস্ত্র পাচার হচ্ছিল বাংলাদেশ। মিজোরামে পুলিশ বাজেয়াপ্ত করল এসব অস্ত্র। এই অস্ত্র পাচারে জড়িয়ে পড়েছে কাছাড় জেলার নামও।
বুধবার মিজোরামের মামিত জেলার সাঁইথিয়া গ্রামের কাছে সে রাজ্যের পুলিশ বাজেয়াপ্ত করে এই বিশাল অস্ত্রভান্ডার। সঙ্গে গ্রেফতার করা হয়েছে অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত থাকা ৫ জনকে। এদের মধ্যে একজন মায়ানমারের চিন ন্যাশনাল ফ্রন্ট নামের জঙ্গি সংগঠনের নেতা। প্রসঙ্গত “চিকেন নেক”-এ অস্থিরতা সৃষ্টি করতে চীন থেকে আমদানি করা অস্ত্র ও বিস্ফোরক আমদানি করার জন্য জঙ্গি সংগঠনগুলো বেশ কিছুদিন ধরেই সক্রিয় রয়েছে। বাংলাদেশ পালাবদলের পর এই সক্রিয়তা বেড়ে গেছে কয়েক গুণ। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, জঙ্গিরা যে ছক্ কষেছে সে অনুযায়ী, প্রথমত চীন থেকে অস্ত্র ও বিস্ফোরক আমদানি করা হয় মায়ানমারে। এরপর ভারতের মিজোরাম বা মনিপুরের সীমান্ত দিয়ে এদেশে ঢুকিয়ে কাছাড়ের উপর দিয়ে সেসব নিয়ে যাওয়া হয় বাংলাদেশে। বাংলাদেশ থেকে ফের
পশ্চিমবঙ্গের কোনও সীমান্ত দিয়ে সেসব ভারতের ঢুকিয়ে সুযোগ মত ব্যবহারের জন্য চিকেন নেকের কাছাকাছি কোন স্থানে মজুত করাই জঙ্গিদের লক্ষ্য। মিজোরামে সাম্প্রতিক কালে এর আগেও এভাবে পাচারের পথে বাজেয়াপ্ত হয়েছে কিছু অস্ত্র। এবারও বাজেয়াপ্ত করা অস্ত্র কাছাড় হয়ে পাচারের লক্ষ্য ছিল বলে গোয়েন্দা সূত্রের খবর।