অনলাইন ডেস্ক : নিজে প্রতিদিন দলের জন্য কাজ করবেন কমপক্ষে ১৮ ঘন্টা। একইভাবে মন্ডল সভাপতিদের প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা এবং বুথ সভাপতিদের প্রতিদিন কমপক্ষে ২ ঘন্টা দলের জন্য কাজ করার সময়সীমা বেঁধে দিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির নতুন সভাপতি রূপম সাহা।সঙ্গে তিনি এও বলেন, দলে কিছু এমন লোক রয়েছেন যারা দল থেকে দলের ক্ষতি করতে চাইছেন। এদের কথায় যেন দলের কর্মীরা কান না দেন।
সভাপতি পদে আসীন হওয়ার পর বৃহস্পতিবার বিজেপির শিলচর বিধানসভা এলাকার তিন মন্ডল এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে সংবর্ধনা জানানো হয় রূপমকে। শিলচরে এক বিবাহ ভবনে আয়োজিত এই সংবর্ধনা সভায় রূপম এভাবে দলের ভেতরে থাকা ঘরভেদী বিভীষণদের নিয়ে সতর্ক করে দিয়ে বলেন, দলীয় নেতা-কর্মীদের অনেক লড়াইয়ের পর বিজেপি বর্তমান অবস্থায় পৌঁচেছে। বহু নেতাকর্মীকে ফাঁসতে হয়েছে মামলায়ও । এসব ভুলে গেলে চলবে না। দল বর্তমানে যে অবস্থায় পৌঁছেছে, এই অবস্থা থেকে যাতে বিচ্যুত হতে না হয় এর জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি শিলচরের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, সবাইকে এমন ভাবে কাজ করতে হবে যাতে আগামী পুর নিগমের নির্বাচনে দল সবকটি আসনে জয়ী হয়।
বর্তমানে সাইবার যুগে সোশ্যাল মিডিয়ায় প্রচারের উপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার যেসব উন্নয়নমূলক কাজ করছে দলীয় কর্মীদের সেসব তুলে ধরতে হবে সোশ্যাল মিডিয়ায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অন্য বক্তা বিধায়ক দীপায়ন চক্রবর্তী রূপম যেভাবে এতদিন দলের হয়ে কাজ করে এসেছেন তার প্রশংসা করে বলেন, এবার জেলা সভাপতি হিসেবেও তিনি দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। এছাড়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাজ কর্মের প্রশংসা করে তিনিও সরকার যেসব উন্নয়নমূলক কাজ করছে সেসব জনসমক্ষে তুলে ধরার জন্য দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিত্যভূষণ দে, শশাঙ্ক শেখর ধর, রামকৃষ্ণ সিনহা, হেমাঙ্গ শেখর দাস, প্রানকৃষ্ণ পাল, শ্যামল কান্তি দেব, মিত্রা রায় সহ দলের শিলচরের তিন মণ্ডল সভাপতি পিকলু দাস, হীরক চৌধুরী ও দুলাল দাস প্রমূখ।