অনলাইন ডেস্ক : দীর্ঘ বিরতির পর অসম মনিপুর সীমান্তবর্তী জিরিঘাটে বন্দুকধারীর আগমন। জিরিঘাট এলাকায় এখনও অস্ত্রধারী সমাজ বিরোধী গোষ্টী রয়েছে তার জানান দিয়ে গেল দুই বন্দুকধারী। এবার পিস্তল ঠেকিয়ে অর্থ লুট করে নিয়ে গেল দুই যুবক।গতকাল শুক্রবার রাত ন – টায় এই ঘটনা সংঘটিত হয়েছে জিরিঘাট থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে জিরিঘাট দিঘলি রোডে। দিঘলি রোডে থাকা আটলান্টিক বারে (মদের দোকান) শুক্রবার রাত ন টা নাগাদ হানা দেয় দুই যুবক। ঠিক সে সময় বিদ্যুৎ চলে যায় জিরিঘাট এলাকায়, অল্প বৃষ্টিও এসেছে তখন । দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন দোকান মালিক ও কর্মচারী। তখনই পিস্তল হাতে নিয়ে দুই যুবক দোকানে প্রবেশ করে মদের বোতল দিতে বলে। মদের বোতল নিয়েই দুই যুবক পিস্তল বের করে দোকান মালিক প্রদীপ আইচ ও তার কর্মচারীর মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দিতে বলে। এক অস্ত্রধারী পিস্তল ঠেকিয়ে দোকান মালিক ও কর্মচারী কে আটকে রাখে ,অন্য যুবক ক্যাশ বাক্সে থাকা টাকা গুলো হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নিয়ে অস্ত্রধারী দুই যুবক দ্রুত পালিয়ে যায় বলে জানা যায়। দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে বলে পুলিশ কে জানান দোকান মালিক প্রদীপ আইচ। পরক্ষণেই তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে জড়ো হন। ততক্ষণে দুই যুবক নাগালের বাইরে। খবর দেওয়া হয় জিরিঘাট থানায়। জিরিঘাট পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পৌছেন জেলা পুলিশ সুপার নোমাল মহাতো ও লক্ষীপুরের এসডিপিও দীনেশ কুমার। তারা দোকান মালিকের কাছ থেকে ঘটনার বিবরণ জেনে নেন। অস্ত্রধারী দুই যুবক হিন্দিতে কথা বললেও এরা ট্রাইবেল যুবক বলে ধারণা করছেন দোকান মালিক। এরা নাগা জঙ্গি সংগঠনের সদস্য হতে পারে বলে অনুমান করা হচ্ছে। জিরিঘাট এলাকায় নাগা জঙ্গি সংগঠনের উপস্হিতি প্রায়ই লক্ষ্য করা যায়।