অনলাইন ডেস্ক : যাবতীয় প্রতীক্ষার অবসান, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে দিল্লির প্রগতি ময়দানে শুরু হচ্ছে নয়াদিল্লি বিশ্ব বইমেলা। চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ২৫ ফেব্রুয়ারি, শনিবার বিশ্ব বইমেলার উদ্বোধন করবেন। এবারের মেলার থিম হল আজাদি-কা-অমৃত মহোৎসব। মেলায় প্রতিপাদ্যকে কেন্দ্র করে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ফ্রান্সকে গেস্ট অফ অনার কান্ট্রি হিসেবে মনোনীত করা হয়েছে মেলায়। জি-টোয়েন্টি থিম নয়াদিল্লি বিশ্ব বইমেলার সঙ্গে একীভূত হয়েছে এবং মেলা চলাকালীন জি-২০ সদস্য দেশগুলির বইয়ের প্রদর্শনীর আয়োজন করা হবে। মেলায় বিদেশী এবং জি-টোয়েন্টি প্যাভিলিয়ন, জাতীয় শিক্ষা নীতি ২০২০-র উপর একটি উৎসর্গীকৃত প্যাভিলিয়ন এবং একটি শিশুদের প্যাভিলিয়নও থাকছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। স্কুল পড়ুয়া, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য প্রবেশ বিনামূল্যে।