সাময়িক প্রসঙ্গ, হাইলাকান্দি, ২১ ডিসেম্বর : শিশু নির্যাতন, বাল্যবিবাহ, শিশু অপহরণ প্রতিরোধের পাশাপাশি শিশু সুরক্ষায় কঠোরভাবে কাজ করে যাচ্ছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। বুধবার হাইলাকান্দি আবর্তভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুনিতা চ্যাং কাকতি। তিনি জানান, এ পর্যন্ত বরাক উপত্যকা থেকে ১৮০০টি বাল্য বিবাহের অভিযোগ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কাছে এসেছে। তাই বিষয়টি সরেজমিনের খতিয়ে দেখতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চারজন সদস্য ও টেকনিক্যাল কনসালটেন্টকে নিয়ে তিনি বরাক উপত্যকা সফরে এসেছেন। এ ব্যাপারে তিনটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং দশটি বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং শিশু সুরক্ষার বিষয়ের সব রকমের বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে কমিশনের সদস্যরা। হাইলাকান্দিতে বুধবার।
পাশাপাশি বরাক উপত্যকার বিভিন্ন প্রতিষ্ঠান, হেল্থ সেন্টার, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি, টি গার্ডেন, চাইল্ড কেয়ার ইত্যাদি পরিদর্শন করে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে শিশু সুরক্ষা এবং শিশুদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সব রকমের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বিশেষ করে বাল্যবিবাহ শিশু অপহরণ ও শিশু নির্যাতন প্রতিরোধ করার জন্য পুলিশ বিভাগকে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য অজয় কুমার দত্ত, পিলু হাজরিকা, রূপা হাজরিকা এবং ধরিন্দ্র বুজর বুরাল।