শিলচর, ২৩ ডিসেম্বর : উত্তর পূর্ব ভারত আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইসলামিক সম্মেলন আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার রামনগরে আইএসবিটি সংলগ্ন মাঠে সম্মেলনের প্যান্ডেলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। সংগঠনের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মওলানা সারিমুল হক লস্করের হাত দিয়েই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে মহফিলটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এর জন্য বিশেষ দোয়া করেন মওলানা সারিমুল হক।
এনিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জামাতের সম্মেলনে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানানো হবে। নাগরিকদের সব ধরনের দাবি দাওয়া সরকারের নজরে দিতে তাঁরা স্মারকপত্র আকারে পেশ করবেন বলে জানান। এছাড়া ভারতবর্ষে তথা গোটা বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মওলানা সৈয়দ আব্দুন নুরও যাতে এই সম্মেলন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এই কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর ইসলামিয়া মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক আতাউর রহমান লস্কর, জামাতের সহ সভাপতি মওলানা মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক মওলানা ফয়েজ আহমেদ লস্কর, মওলানা সৈয়দ আব্দুল জলিল, যুব আহলে সুন্নতের সভাপতি মওলানা নাজির হোসেন মজুমদার, হাফিজ আব্দুল হক, কপিল চৌধুরী প্রমুখ।