অনলাইন ডেস্ক : বয়স মাত্র ১০ বছর। আর এই বয়সেই দশম শ্রেণির পরীক্ষায় পাশ করে নজির গড়ল উত্তরপ্রদেশের অয়ন গুপ্ত। ১০ বছর বয়সি অয়ন উত্তরপ্রদেশ বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় ৭৬.৬৭ শতাংশ নম্বর পেয়েছে। যার মধ্যে হিন্দিতে ৭৩, ইংরেজিতে ৭৪, গণিতে ৮২, বিজ্ঞানে ৮৩, সমাজবিজ্ঞানে ৭৮ এবং কম্পিউটারে ৭০ পেয়েছে সে। নিয়ম অনুযায়ী, উত্তরপ্রদেশের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসার জন্য এক জন পরীক্ষার্থীর ন্যূনতম বয়স হতে হয় ১৪। তবে অয়নকে পরীক্ষায় বসানোর জন্য বোর্ডের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছিলেন তার স্কুলের প্রধানশিক্ষক। অয়ন দাদরির গ্রেটার নয়ডার বাসিন্দা। তার বাবা এক জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং মা গৃহবধূ। অয়নের বাবা-মা জানিয়েছেন, কোভিডের সময় নিজের ক্লাসের সমস্ত পড়াশোনা শেষ করে ফেলে অয়ন। এর পর সে তার থেকে উঁচু ক্লাসের বই নিয়ে পড়াশোনা শুরু করে। তার জন্য আলাদা করে গৃহশিক্ষকের ব্যবস্থাও করা হয়। অয়নকে এমন একটি স্কুলে ভর্তি করানো হয় যেখানে সে বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে পরীক্ষা দিতে পারে।