অনলাইন ডেস্ক : সোমবার পৌনে এক টা নাগাদ ১ কিশোর সহ ৯ জন যুবক নিয়ে একটি স্থানীয় নৌকা জলাশের মধ্যভাগে প্রবল ঝড়ের ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায়। স্থানীয় জনগন প্রবল ঢেউ ডিঙ্গিয়ে নৌকা নিয়ে দ্রুত ছুঠে গিয়ে জলাশয় থেকে মনোয়ার হোসেন (১৩) বছরের একটি কিশোর সহ ৪ জন যুবক কে উদ্ধার করেন। অল্পখক্ষনের মধ্যে কিশোরটি মারা যায়। এর মধ্যে ২ জন কে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং বাদবাকি ৫ জনের সন্ধানে বিকাল দু’ টো থেকে সন্ধ্যা পর্যন্ত এসডিআরএফ, এনডিআরএফ বাহিনী সহ স্থানীয়রা আর দশ পনোরোটি নৌকা দিয়ে তল্লাশী চালিয়ে সন্ধ্যায় আরিফ আহমেদ (২৩) নামে যুবকের লাশ উদ্ধার করে।
এই হৃদয় বিদারক ঘটেছে সোমবার সোনাইর দক্ষিনমোহনপুর জিপির জলবন্দী মধুরবন্দী গ্রামে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাই বাজার আসার জন্য তারা নৌকায় করে রওয়ানা দেন তারা।। মধ্যভাগে আসার পর হঠাৎ বৃষ্টি ও ধমকা হাওয়ায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। দুই জন ব্যক্তি নৌকা আচড়ে ধরে প্রান রক্ষা করেন। দূর থেকে ঘটনা প্রত্যক্ষ করে তারা নৌকা নিয়ে একটি শিশু সহ চারজন কে তারা উদ্ধার করলেও হতভাগ্য বাদবাকিরা মুহুর্তের মধ্যে জলে তলিয়ে যান। স্থানীয়রা জানান, বর্ষার মরশুমে জলবন্দি এই গ্রামের যোগাযোগে মাধ্যম নৌকা।এছাড়া বন্যার জমা জলে ও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকে। গ্রামের লাইফ লাইন একমাত্র রাস্তটি বর্ষা মরশুমে প্রায় জলের তলায় থাকে। বরাকের জল বিপদ সীমার নিচে চলে গেলে ও এখন ও রাস্তার উপর চার পাঁচ ফুট জল রয়েছে। রোজ দিনের মত এদিন হতভাগ্যরা বাজারে কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়েছিলেন। ঘটনার খবর পেয়ে সরেজমিনে ছুটে আসেন জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো সহ প্রশাসনিক ও রাজনেতিক স্থরের বিশিষ্টজনেরা। পুলিশ সুপার দিনভর সরেজমিনে দাড়িয়ে এসডিআরএফ ও এনডিআরএফের তল্লাশী অভিযান তদারকি করেন।