অনলাইন ডেস্ক : অবশেষে এবারের মতো শেষ হলো হাইলাকান্দি পুরসভার অনাস্থা পর্বের। বুধবার আনুষ্ঠানিক ভাবে অনাস্থা উঠিয়ে নিলেন বিদ্রোহী পুর কমিশনাররা৷ বিধায়ক কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে অনাস্থা উঠিয়ে নেন বিদ্রোহী কমিশনাররা। দীর্ঘ একমাস অনাস্থার নাটক করে অবশেষে প্রত্যাহার করে নিলেন বিদ্রোহী কমিশনাররা। বার বার বৈঠক, সাক্ষাৎকার করেও অবশেষে অনাস্থা প্রত্যাহার করতে বাধ্য হলেন বিদ্রোহী কমিশনাররা। বুধবার জেলা বিজেপি কার্যালয়ে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, প্রদেশ সম্পাদক কনাদ পুরকায়স্থ, অনুসূচিত জাতি মোর্চার প্রদেশ সভানেত্রী মুন স্বর্ণকার, জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য প্রমুখের উপস্তিতিতে অনাস্থা প্রত্যাহার করেন বিদ্রোহী কমিশনাররা। গত কাল রাত বিধায়ক কৌশিক রাইয়ের বরসাঙ্গনের বাড়িতে হওয়া আলোচনায় হওয়া সিদ্ধান্ত অনুযায়ীই অনাস্থা প্রত্যাহার করে নেন বিদ্রোহী কমিশনাররা। এদিন বিকেল আনুমানিক ৪ টা নাগাদ হাইলাকান্দি এসে পৌছান কৌশিক রাই, কৃষ্ণেন্দু পাল ও কনাদ পুরকায়স্থ। হাইলাকান্দি এসে আবর্ত ভবনে জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, এসসি মোর্চার প্রদেশ সভানেত্রী মুন স্বর্ণকার সহ অন্যান্যদের সঙ্গে এক সভায় মিলিত হন তারা। পরে হাইলাকান্দি কেন্দ্রের বিধায়ক জাকির হুসেন লস্করও এসে তাদের সাক্ষাৎ করেন। আবর্ত ভবনে তারা প্রথমে বিদ্রোহী কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। পরে সোজা চলে আসেন জেলা বিজেপি কার্যালয়ে। এখানে পুরপতি কল্যাণ গোস্বামী, উপ-পুরনেত্রী পল্লবী দেবনাথ সহ দুই শিবিরের কমিশনারদের সঙ্গে নিয়ে ফের এক সভায় মিলিত হন তারা৷ এই সভায় জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পুরসভা পরিচালনা করতে পুরপতিকে নির্দেশ দেন বিধায়ক কৌশিক রাই। পাশাপাশি পুর ওয়ার্ডের জনসংখ্যার ভিত্তিতে তহবিল বণ্টন করতেও নির্দেশ দেন বিধায়ক রাই। এই সভার শেষে অনাস্থার প্রত্যাহার পত্রে সাক্ষর করেন ৪ নং ওয়ার্ডের কমিশনার মানব চক্রবর্তী, ৫ নং ওয়ার্ডের মুন্না দেব, ৭ নং ওয়ার্ডের শিল্পী দাস, ১৪ নং ওয়ার্ডের রাজেশ মালাকার, ১ নং ওয়ার্ডের পার্থ কুমার নাথ ও ১১ নং ওয়ার্ডের কমিশনার আব্দুল আজিজ মাঝারভূইয়া। এছাড়াও ৩ নং ওয়ার্ডের নিতু মনি নাথ, ১৩ নং ওয়ার্ডের সুপর্ণা দাস ও ৯ নং ওয়ার্ডের রাজু চক্রবর্তী ব্যক্তিগত সমস্যায় শহরের বাইরে থাকায় তারা সাক্ষর করতে পারেননি, তবে এতে তাদেরো সমর্থন রয়েছে বলে জানা গেছে।