সাময়িক প্ৰসঙ্গ, হাইলাকান্দি, ১৬ ডিসেম্বর : হাইলাকান্দির ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শন করে খুদে ক্রিকেট খেলোয়াড়দের উৎসাহিত করলেন হাইলাকান্দির পুলিশ সুপার নবনীত মহন্ত। পাশাপাশি ক্রিকেট প্রশিক্ষণস্থল সংস্কারের আশ্বাস দেন।
শুক্রবার বিকেলে পুলিশ সুপার মহন্ত হাইলাকান্দি আবর্ত ভবন রোডের ইন্ডোর স্টেডিয়ামের পেছনে ব্লাড মাউথ ক্লাবের ক্রিকেট কোচিং সেন্টার পরিদর্শন করতে যান। সঙ্গে ছিলেন জেলার ক্রীড়া আধিকারিক ঝিমলি বরা। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও ব্লাড মাউথ ক্লাবের ক্রিকেট কোচিং সেন্টারে কচিকাঁচা প্রশিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছিলেন প্রশিক্ষক আল আমিন মজুমদার। এসময় উপস্থিত হন পুলিশ সুপার নবনীত মহন্ত। তিনি ইন্ডোর স্টেডিয়ামের এই ক্রিকেট কোচিং সেন্টার দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রত্যেক শিশু, কিশোর প্রশিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করে পরিচিত হয়ে খুদে ক্রিকেট খেলোয়াড়দের উৎসাহিত করেন। ক্রিকেটপ্রেমী পুলিশ সুপার নবনীত মহন্ত সুযোগ পেলেই এই কোচিং সেন্টারে ক্রিকেট প্রশিক্ষণ নিতে আসবেন বলে প্রশিক্ষক আল আমিন মজুমদারকে জানান।
তাছাড়া, ইন্ডোর স্টেডিয়ামের যেখানে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানের পঞ্চাশ শতাংশ ফ্লোর মাটির। এতে খুদে ক্রিকেট প্রশিক্ষার্থীদের স্বাভাবিকভাবেই অসুবিধার সৃষ্টি হচ্ছে।ফলে পুলিশ সুপার মহন্ত ব্যক্তিগত উদ্যোগে সেখানকার বাকি থাকা মাটির “ফ্লোর” পাকা করার আশ্বাস দেন প্রশিক্ষণ আল আমিন মজুমদারকে। এজন্য প্রশিক্ষক মজুমদারকে এস্টিমেট তৈরি করে তাঁকে দিতে বলেন। পরে পুলিশ সুপার মহন্ত পাশেই থাকা সন্তোষকুমার রায় ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শন করেন।