অনলাইন ডেস্ক : হাইলাকান্দি শহরের সূর্য মার্কেটের “উইনিসেক্স” সেলুনে মৃতদেহ উদ্ধার। সেলুনের ভিতরে একটি বাক্সে উদ্ধার সেলুনের মালিক উত্তম শীলের মৃতদেহ।ঘটনাটি আজ মঙ্গলবার সকালে দোকানের তালা ভেঙে তার পরিবারের লোক উদ্ধার করেন মৃতদেহটি। গত শনিবার থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন উত্তম।