অনলাইন ডেস্ক : হাইলাকান্দি শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে ভষ্মিভূত দুইটটি বসতবাড়ি এবং তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুনের লেলিহান শিখায় জ্বলে নিমিষে ছাই হওয়ার সঙ্গে বহু গুরুত্বপূৰ্ণ নথিপত্ৰ, আসবাবপত্র সহ প্ৰায় ৫০ লক্ষাধিক টাকার সম্পত্তির ক্ষতিসাধন হয়। আগুন লাগার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক সাংবাদিক। বর্তমানে তার চিকিৎসা চলছে ।
লোমহর্ষক এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বুধবার সন্ধ্যায়। শহরের শিলচর রোডের মাটিজুরি পয়েন্টে । জানা গিয়েছে, শহরের শিলচর রোডের মাটিজুরি পয়েন্টের বাসিন্দা দেবতোষ সরকার ও রাজীব সরকার নামের দুই ব্যক্তির বাসগৃহে অগ্নিকান্ডের এই ঘটনা সংঘটিত হয়। তাদের বাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় পাশে থাকা একটি মুদির দোকান ও একটি পান দোকানও। তবে আগুনের মাত্রা এতোটাই তীব্র ছিল যে স্থানীয় বাসিন্দারা ও দোকানী সহ পথচারীরা আগুন নেভাতে চেষ্ঠা করেও কার্যত ব্যর্থ হন। তৎক্ষণাত খবর দেওয়া হয় লক্ষীসহরস্থিত অগ্নি নির্বাপক বাহিনীকে। তবে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পর অনেক দেরিতে অগ্নিনিৰ্বাপক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার অভিযোগ উঠে। যদিও অবশ্য কিছু সময় পরই দমকলের গাড়ি এসে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে। আর কার্যত অগ্নিনিৰ্বাপক বাহিনীর তৎপরতায় আগুন আয়ত্বে আসে এবং ওই রোডে থাকা একটি বৃহৎ ব্যবসায়িক এলাকা অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা হয়। কমেও ৫০ লক্ষাধিক টাকার সামগ্রী আগুনে ভষ্মিভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে অগ্নিকাণ্ডে সবকিছু হারানো পরিবারবর্গ ও দোকানিদের সরকারি আর্থিক সাহায্যের জন্য স্থানীয় জনতা জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এদিকে, আগুন লাগার খবর পেয়েই সংবাদ সংগ্রহ করতে ছুটেন সাংবাদিকরা। আর আগুনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন হাইলাকান্দির এক সাংবাদিক। গুয়াহাটি ভিত্তিক বেসরকারি নিউজ চ্যানেল এনবি নিউজের হাইলাকান্দির প্রতিনিধি প্রভাঞ্জন মালাকার গুরুতর জখম হয়েছেন নিউজ কভার করতে গিয়ে। তার ডান পায়ের পাতায় মারাত্মক চোট লাগে ও মুচড়ে যায়। তৎক্ষণাত তাকে হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে এক মাসের বেড রেস্ট নিতে বলেছেন বলে জানা গিয়েছে।