অনলাইন ডেস্ক : এক সঙ্গে পাঁচজন স্কুল ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় লালায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নিখোঁজ হওয়া স্কুল ছাত্রীরা হলেন অনিন্দিতা দাস,(১৭) ধনিপুর, সুরভি নাথ, (১৪) মুক্তাছড়া, দেবাষি নাথ (১৫), উমেদনগর, হ্যাপি পাল (১৭) লালা ওয়ার্ড নম্বর আট ও সুনন্দা দাস (১৫) চন্দ্রপুর। এরা সবাই লালা প্রাণকৃষ্ণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের দশম শ্রেনীর পড়ুয়া। নিখোঁজ হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর শনিবার সন্ধ্যায় লালা থানা ছুটে আসেন অভিভাবক সহ অনেকে।দেখা দেয় কিছুটা উত্তেজনা। এনিয়ে এক হুলুস্থুল পরিবেশের সৃষ্টি হয়েছে লালায়। নিখোঁজ হওয়া স্কুল ছাত্রীর অভিভাবকরা জানান, প্রতিদিনের মতো শনিবার খাওয়া দাওয়া করে স্কুলের ড্রেস পরে যথারীতি স্কুলে আসেন তারা। কিন্তু স্কুল ছুটি হওয়ার বেশকিছুক্ষণ পর এই পাঁচ স্কুল ছাত্রী আর বাড়িতে না ফেরায় অভিভাবকরা খোঁজ নিতে শুরু করেন। কিন্তু কেউ তাদের হদিস দিতে পারেনি।অবশেষে সন্ধ্যায় অভিভাবকরা লালা থানায় ছুটে আসেন। থানায় জড়ো হওয়া অভিভাবক সহ জনতা লালা থানার ওসিকে শীঘ্রই নিখোঁজ হওয়া স্কুল ছাত্রী উদ্ধারের আর্জি জানিয়েছেন। সঙ্গে অভিভাবকরা পৃথকভাবে লালা থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ মামলা গ্রহণ করে তদন্তে নেমেছে। এদিকে স্কুল কর্তৃক্ষের পক্ষ থেকে জানা গেছে এই পাঁচ ছাত্রী ক্লাসে উপস্থিতি দেয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।তবে এক সঙ্গে এভাবে পাঁচ ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় লালাজুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এখবর লেখা পর্যন্ত উদ্ধারের খবর নেই।