অনলাইন ডেস্ক : “শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি’র আহ্বানে সাড়া দিয়ে “ স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টার এবং রেড রিবন ক্লাব, রাধামাধব কলেজ” এর পক্ষ থেকে শুক্রবার শিলচর রাধামাধব কলেজে রক্তদান সচেতনতা কর্মসূচি গ্রহন করা হয়। কলেজের অধ্যাপক সুদর্শন গুপ্তের তৎপরতায় এই কার্যক্রম হয়। শুরুতেই রাধামাধব কলেজের অধ্যাপিকা স্বর্ণালী রায়চৌধুরী রক্তদান নিয়ে বক্তব্য রাখেন। তারপর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি’র পক্ষ থেকে ড.পরিতোষচন্দ্র দত্ত রক্ত আন্দোলন নিয়ে ছাত্রছাত্রীদের কেন এগিয়ে আসা জরুরি সেনিয়ে দীর্ঘ আলোচনা করেন। এই অঞ্চলে থ্যালাসেমিয়া রোগ হলে কীভাবে নিজেকে সতর্ক থাকতে হয় , সেনিয়েও আলোচনা করেন তিনি ।এই কমিটির যুগ্ম আহ্বায়ক সুরজিত সোম রক্ত দান করলে শরীর কীভাবে সুস্থ থাকে , সেনিয়ে আলোকপাত করেন । সুদর্শন গুপ্তের এই উদ্যোগকে সম্মান জানানোর জন্য সবাইকে রক্ত দানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি’র মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী সুদর্শন গুপ্তের দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, সুদর্শন বাবু বর্তমানে অসুস্থ হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে কলেজের অধ্যক্ষ দেবাশীষ রায় ছাত্র ছাত্রীদের আগামী বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দ-র জন্মদিন উপলক্ষে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি ও রাধামাধব কলেজের যৌথ উদ্যোগে রক্তদান শিবির হওয়ার কথা ঘোষণা করেন এবং এই কর্মসূচিতে সবাইকে রক্তদান করার অনুরোধ করেন। কলেজের উপাধ্যক্ষা অসীমা রায়, ছাত্র ছাত্রীদের মধ্যে রক্তদান নিয়ে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন । পুরো অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপিকা স্বর্ণালী রায় চৌধুরী । কার্যক্রমে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি’র পক্ষ থেকে মূখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, পরিতোষ দত্ত ও যুগ্ম আহ্বায়ক সুরজিত সোম উপস্থিত ছিলেন।