দেরাদূন, ৩১ ডিসেম্বর : স্থিতিশীল রয়েছেন গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ, সুস্থ হচ্ছেন তিনি। শনিবার ঋষভ পন্থের সঙ্গে দেখা করার পর এমনটাই জানালেন দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) ডিরেক্টর শ্যাম সিং।
তিনি জানিয়েছেন, ঋষভ পন্থ স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। আমাদের বিসিসিআই চিকিৎসকরা এখানকার (দেহরাদূনের ম্যাক্স হাসপাতাল) চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন। জয় শাহ তা পর্যবেক্ষণ করছেন। আপাতত তিনি এখানেই ভর্তি থাকবেন। তিনি আমাকে বলেছেন, গর্ত থেকে গাড়িকে বাঁচানোর চেষ্টা করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
শুক্রবার ভোরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ঋষভ পন্থ, এখন তিনি ভাল আছেন বলেই জানা যাচ্ছে। তাঁর শরীরের দু’টি অংশে এমআরআই করা হয়েছে। রিপোর্ট স্বাভাবিক এসেছে। এমনিতে ভালই রয়েছেন ভারতের এই উইকেটকিপার। বড় কোনও বিপদের আশঙ্কা এখনই নেই।
এদিকে, শনিবার সকালেই ঋষভ পন্থকে দেখতে উত্তরাখণ্ডের দেরাদূনের ম্যাক্স হাসপাতালে আসেন অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। ঋষভ ও তাঁর মায়ের সঙ্গে দেখা করেন দুই অভিনেতা। পরে হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিল ও অনুপম বলেছেন, “আমরা ঋষভ ও তাঁর মায়ের সঙ্গে দেখা করেছি। তিনি স্থিতিশীল রয়েছেন। তাঁর জন্য প্রার্থনা করুন, যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে মানুষের কাছে এটাই আমাদের অনুরোধ।” (সংবাদ সংস্থা)