অনলাইন ডেস্ক : দুই পক্ষের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মারপিট থেকে আক্রমণ পাল্টা আক্রমণ।গোষ্ঠী সংঘর্ষ, রণংদেহি পরিস্থিতি। শিলচর ইম্ফল ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ। সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর চড়াও।আহত উভয় পক্ষের কয়েকজন। আজ শুক্রবার বিকেল অনুমান তিনটায় এই জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে লক্ষীপুর থানা এলাকার শিবপুরে। শিবপুর হাইস্কুলে পাঠরত মরাগাঙ গ্রামের ছাত্রছাত্রী ও তারাপুর- নারাইনপুর চা বাগানের কয়েকজন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলেই মারপিট হয়।পড়ুয়াদের মারপিট থেকে বয়স্করা জড়িয়ে পড়েন।এর থেকেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত ঘটে। অভিযোগ পাল্টা অভিযোগ থেকে জানা যায়, তারাপুর ও নারাইনপুর বাগানের লোকদের অভিযোগ ছাত্রছাত্রীরা স্কুলে মারপিট করেছেন এরপর দুপুর দু টায় স্কুল ছুটির পর মরাগাঙ গ্রামের কয়েকজন বয়স্ক লোক মরাগাঙ গ্রামের রাস্তার মোড়ে জাতীয় সড়কে বাগানের পড়ুয়াদের মারপিট করেছে। বড়রা কেন মারপিট করেছে এই অভিযোগ থেকে উত্তেজনার সৃষ্টি।তারাপুর, নারাইনপুর চা বাগানের শতশত লোক হাতে লাঠি নিয়ে জাতীয় সড়কে নেমে পড়েন। মরাগাঙ গ্রামের কয়েকজনের উপর আক্রমণ শুরু হয়। এরপর পাল্টা আক্রামণ। দুই পক্ষের আক্রমণে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। দ্রুত ঘটনার খবর ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে লক্ষীপুর ও বাশকান্দি থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে। পুলিশ বাহিনী মরাগাঙ গ্রামের লোকদের পিছু হঠাতে সক্ষম হলেও বাগানের লোকদের সরাতে ব্যর্থ হয়। ততক্ষণে সহস্রাধিক বাগানবাসী লাঠি হাতে জাতীয় সড়কের দখল নিয়ে অবরোধ সৃষ্টি করেন। সেই সময় লক্ষীপুরে কর্মরত কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়ে মোবাইল বের করতেই লাঠি ছটা নিয়ে বাগানের কয়েকজন যুবক সাংবাদিকদের উপর চড়াও হয়। এখানে ফটো তোলা ও ভিডিও করা যাবেনা বলে শাসানি দিয়ে মোবাইল ছিনিয়ে নিতে উদ্যত হয়। কিন্তু স্থানীয় দুজন পরিচিত যুবকের হস্তক্ষেপে রক্ষা পান সাংবাদিকরা। মোবাইল দিয়ে ভিডিও করার কারনে কয়েকজন সাধারণ মানুষের সেল ফোন ভেঙে দিয়েছেন বাগানের উত্তেজিত যুবকরা। হাতে হাতে লাঠি , মুখে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বাগানের শতশত উত্তেজিত লোক ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ততক্ষণে উভয় দিকে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন। মারাত্মক উত্তেজনাকর পরিস্থিতি ঘটনাস্থলে। লক্ষীপুরের এসডিপিও,লক্ষীপুর থানার ওসি, বাশকান্দি পুলিশ ফাড়ির ইনচার্জ, ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে হাজির হয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের কোন কথাই মানতে নারাজ বাগানের উত্তেজিত লোকরা।
তাদের দাবি যারা বাগানের ছাত্রদের মারপিট করেছে তাদের কে অতি সত্বর গ্রেফতার করতে হবে। শিবপুর হাইস্কুলে আর বাগানের পড়ুয়াদের পাঠানো হবেনা। বাগানের ছাত্রছাত্রীদের জন্য তারাপুর বাগানে স্কুলের ব্যবস্হা করতে হবে। জাতীয় সড়ক অবরোধ বলে কথা, উভয় দিকে আটকে রয়েছে সহস্রাধিক যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের দাবি মেনে নিয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়।প্রায় দেড় ঘন্টা জাতীয় সড়ক উত্তেজিত বাগানের জনতার দখলে ছিল। অন্যদিকে মরাগাঙ গ্রামের জনগণের অভিযোগ ছাত্রদের মারপিটকে কেন্দ্র করে বাগানের ছাত্ররা বাড়ি ফিরে যাওয়ার পর বাগানের শতশত লোক হাতে লাটিছটা নিয়ে মরাগাঙ গ্রামে এসে যাকে সামনে পেয়েছে তাকে মারপিট শুরু করে। এতে মারাত্মক আহত হয়েছেন চারজন গ্রামবাসী। লক্ষীপুর পুলিশের হস্তক্ষেপে ছাত্রদের মারপিট থেকে ছড়িয়ে পড়া গোষ্টী সংঘর্ষের উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে চাপা উত্তেজনা বিরাজ করছে।