অনলাইন ডেস্ক : মাধ্যমিকে বাজে ফলাফলের জন্য রাজ্যের মোট ১০৫ টি বেসরকারি ভেঞ্চার স্কুলের যে স্বীকৃতি বাতিল করেছে মধ্য শিক্ষা পর্ষদ (সেবা) তারমধ্যে রয়েছে ডিমা হাসাও জেলার চারটি স্কুল এরমধ্যে তিনটি হচ্ছে স্কুল হচ্ছে মাহুরে ও একটি স্কুল হচ্ছে মাইবাং মহকুমার খ্রেপ্রে এলাকার। এসব স্কুলে গত পাঁচ বছরে মাধ্যমিকে পাশের হার ০ থেকে ১০ শতাংশ। তাই এসব স্কুলের স্বীকৃতি বাতিল করেছে সেবা। তবে ডিমা হাসাও জেলার মাহুরের যে তিনটি স্কুল রয়েছে তারমধ্যে রয়েছে বড়ওয়াপু হাইস্কুল বীর ডিমালিক মেমোরিয়াল হাইস্কুল ভংজোয়াল হাইস্কুল ও মাইবাং মহকুমার খেপ্রের লাইজাভ হাইস্কুলের স্বীকৃতি বাতিল করে সেবা। এনিয়ে এবার ডিমা হাসাও জেলায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে সেবার এই ১০৫ টি স্কুলের স্বীকৃতি বাতিল করার সিদ্ধান্ত নিয়ে ডিমা হাসাও জেলার তৃণমূল কংগ্রেস বুধবার এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেথমিনথাং খংসাই এর জন্য বিজেপি সরকারকে দায়ী করে বলেন এভাবে মধ্য শিক্ষা পর্ষদ (সেবা) এই স্কুল গুলির স্বীকৃতি বাতিল করে ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার কেড়ে নিতে চাইছে।