অনলাইন ডেস্ক : রাস্তার কাজ নিয়ে এনএইচআইডিসিএল-এর ডেপুটি জেনারেল ম্যানেজারের দ্বারস্থ হল সোনাই রোড উন্নয়ন সংস্থা।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সংস্কার কাজ করতে গিয়ে রাস্তার উচ্চতা বেড়ে যাচ্ছে অনেকটাই। এতে বর্ষার মরশুমে সংলগ্ন এলাকা জলে ডুবে যাওয়ার সমূহ সম্ভাবনা। সংস্থার এক প্রতিনিধি দল বুধবার ডেপুটি জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে রাস্তার উচ্চতা কমানো সহ দুপাশে লালা এবং উপযুক্ত স্থানে কালভার্ট তৈরির দাবি জানান। সংস্থার কর্মকর্তারা বলেন,, সংস্কার কাজ করতে গিয়ে রাস্তার উচ্চতা বেড়ে যাচ্ছে ৩-৪ ফুট। এর মধ্যে আবার উপযুক্ত নালা এবং কালভার্ট তৈরি না হলে বর্ষায় গোটা এলাকাবাসীকে ভুগতে হবে জমা জলের সমস্যায়। এমনিতেই সোনাই রোডবাসীকে বর্ষায় জমা জলের সমস্যায় নাজেহাল হতে হয়। বর্তমানে যে চিত্র দেখা যাচ্ছে, এতে করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হলে আগামী বর্ষায় এই সমস্যা বৃদ্ধি পাবে আরও কয়েক গুণ।