অনলাইন ডেস্ক : অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে শিলচর। এবার সাতসকালে সোনাই রোড থেকে বাইক নিয়ে চম্পট দিল এক চোর। আর পুরো ঘটনাটা ধরা পড়েছে অপর দিকে থাকা এক দোকানের সিসিটিভিতে।
অন্যদিনের মতই সোনাই রোডের ব্যবসায়ী সামসুল হক নিজের দোকানে আসেন বাইকে চড়ে। দোকানের সামনেই বাইকটা রেখে শাটার তুলতে যান সামসুল। দোকান খুলে ভেতরে প্রবেশ করেন। আর এই সুযোগে এক হলুদ রঙের টি শার্ট পরনে থাকা এক যুবক সামসুলের বাইক নিয়ে চম্পট দেয়। বেরিয়ে এসে সামসুল দেখেন তাঁর বাইক নেই। ওপরদিকের দোকানের সিসিটিভিতে পুরো ঘটনাটা ধরা পড়ে। পরে থানায় গিয়ে এজাহার দায়ের করেন সামসুল। সিসিটিভিতে পরিস্কারভাবে ধরা পড়েছিল যে বাইক নিয়ে চোর রাঙিরখারির অভিমুখে পালিয়ে গিয়েছিল।