অনলাইন ডেস্ক : গোপন সুত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে সোনাই -সোনাবাড়িঘাট পুর্ত সড়কের বারহালি পয়েন্ট থেকে ১৬৮ গ্রাম হিরোইন সহ এক পাচারকারি কে আটক করেছে সোনাই পুলিশ। জানাগেছে, আটক পাচারকারির নাম আলিম উদ্দিন মজুমদার। বাড়ি শিলচর কনকপুর প্রথম খণ্ডে। পুলিশ সুত্রের খবর, পাচারকারিকে তল্লাশী চালিয়ে পুলিশ ১৪ টি সাবানের পেকেট থেকে ১৬৮ গ্রাম সন্দেহজনক হিরোইন উদ্ধার করেন সোনাই থানার ও সি এম, এম হেণ্ডিক। পুলিশ তাকে আটক করে তদন্ত চালিয়ে যাচ্ছে। বাজেয়াপ্ত হিরোইনের বাজার মুল্য কেোটি টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।