অনলাইন ডেস্ক : মাটি বোঝাই দ্রুতগামী ট্রিপারের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রান হারিয়েছেন মধ্য বয়সী এক যুবক। হতভাগ্য ব্যক্তির নাম রজ্ঞিত রবিদাস (৩৫)। বাড়ি নতুন রামনগর তৃতীয় খণ্ডে। ঘটনাটি ঘটেছে বুধবার সাড়ে দশটা নাগাদ সোনাই লক্ষীপুর পুর্ত সড়কে। ঘটনার বিবরনে জানাগেছে, রামনগর তৃতীয় খণ্ডের বাসিন্দা রজ্ঞিত রবিদাস কোন ও এক জরুরী কাজে বাইক নিয়ে ঘর থেকে বের হয়ে পুর্ত সড়ক ধরে সোনাইর দিক আসছিলেন। পেছন দিক থেকে মাটি বোঝাই দ্রুতগামী ট্রিপার এ এস ১১ সি সি ৫৭১৬ সজোরে বাইকে ধাক্কা মারে। বাইক ছিটকে পড়লে ও চালক ট্রিপারের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটলনা স্থলে প্রান হারান। তার পুরো মাথা থেথলে গেছে। ঘটনার পর স্থানীয় জনতা মৃতদেহ সড়কের উপর রেখে অবরোধ গড়ে তুলেন। খবর পেয়ে সরেজমিনে ছুটে আসেন সোনাই থানার ওসি এম এম হেণ্ডিক। তিনি স্থানীয় জনতা বোঝানোর চেষ্ঠা করে ব্যর্থ হন। এর পর সদর থানার ওসি ও ধলাই থানার ওসি ও ঘটনাস্থলে আসেন। স্থানীয় জনতা মৃতের পরিবার কে সহায়তার দাবিতে সোচ্চার হয়ে পরিস্তিত উত্তাল করে তুলেন।পরিস্ততি উত্তেজনাকর হওয়ায় শিলচর থেকে সার্কেল অফিসার সিদ্ধার্থ কুমার বিশাল সিআরপিএফ বাহিনী নিয়ে সরেজমিনে পৌছান। তিনি হত ব্যক্তির পরিবার কে সহয়তার আশ্বাস দিয়ে পরিস্তিতি শান্ত করতে পারেন নি। বিকেল দুটো নাগাদ ঘটনাস্থলে পৌছান সোনাইর বিশিষ্ট সমাজ কর্মী তথা সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম। তিন ঘন্টা সড়ক অবরোধের পর ক্ষুদ্ধ জনতাকে শান্ত করে সাহারুল আলম সড়ক অবরোধ মুক্ত করেন। এরপর সোনাই পুলিশ মৃতদেহ ও ঘাতক গাড়ি কে সোনাই থানায় নিয়ে আসে।পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।