অনলাইন ডেস্ক : মায়ের সঙ্গে বের হয়ে আর ঘরে ফেরা হল না চার বছরের এক শিশুর। অল্টোর ধাক্কায় প্রাণ হারাল আফজল হোসেন লস্কর নামে শিশুটি। এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সোনাইয়ের নতুন রামনগরে। দুর্ঘটনার পর দু’জনকে সোনাই হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মেডিক্যালে স্থানান্তর করা হয়। শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসারত অবস্থায় চার বছরের শিশু আফজল মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুটির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁদের বাড়ি গোবিন্দনগর প্রথম খণ্ড ধুবড়িকান্দিতে। তবে বসবাস করেন নতুন রামনগরে।
এ দিকে, হত শিশুর মামা নাজিমুল হক বড়ভুইয়া জানান, এ দিন বিকেলে তার বোন ভাগ্নেকে সঙ্গে নিয়ে বাজারে যাচ্চিলেন। সেসময় দ্রুত গতিতে একটি অল্টো অভারটেক করতে তাদের ধাক্কা মারে। এতে দু’জন সড়কে লুটিয়ে পড়েন। তিনি দুর্ঘটনার শব্দ শোনে দৌঁড়ে বেরিয়ে যান। এবং দেখতে পান বোন ও ভাগ্নে ধাক্কা মেরে অল্টো গাড়িটি পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি বাইক নিয়ে পিছু ধাওয়া করেন। এএস ১১ এম ৬১৭৯ নম্বরের অল্টোটি পালাতে গিয়ে বাসন্তী পূজার বিসর্জনের মিছিলে আটকা পড়ে। এর সুবাদে তিনি চালক সহ গাড়ি ধরে ফেলেন। এবং গাড়ি থানায় নিয়ে আসার জন্য গাড়িতে উঠে বসেন। সেসময় বিসর্জনের মিছিলে থাকা সোনাই পুলিশ ঘটনাটি জানতে পারে এবং গাড়ি তাঁরা থানায় নিয়ে আসছে বলে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর গড়কান্দির দিকে ঢুকে গাড়িটি উধাও হয়ে যায়। পরে তিনি জানতে পারেন গাড়িটি পুলিশ সদর থানায় সমঝে দেয়। এদিকে, মৃত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন।