অনলাইন ডেস্ক : মহিলা আধিকারিকদের আরও ক্ষমতায়নের জন্য ভারতীয় সেনাবাহিনী প্রথমবারের মতো ৩০ জনেরও বেশি মহিলা অফিসারকে কমান্ডের ভূমিকার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী ১০৮ জন মহিলা অফিসারকে কর্নেল পদে উন্নীত করার জন্য একটি সেনা বোর্ডও গঠন করেছে। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারী কর্পসে মহিলা অফিসারদের কমিশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে, যা শিগগিরই অনুমোদন পাওয়ার আশাবাদী সেনাপ্রধান।
ভারতীয় সেনাবাহিনীতে ১০৮ জন মহিলা অফিসারকে কর্নেল পদে উন্নীত করার জন্য সেনা বোর্ড গঠন করা হয়েছে। সেনা বোর্ড সামরিক গোয়েন্দা ও ইঞ্জিনিয়র সহ বিভিন্ন শাখায় কর্নেল হিসাবে ১০৮ জন মহিলা অফিসারকে পদোন্নতি দেওয়ার জন্য প্রস্তুত। এই প্রথমবার ভারতীয় সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার, মিলিটারি ইন্টেলিজেন্স, আর্মি এয়ার ডিফেন্স, অর্ডন্যান্স এবং সার্ভিসেস সহ শাখাগুলিতে কমান্ড রোলের জন্য মহিলা অফিসারদের নির্বাচন করা হবে।
সেনা সদর দফতর সূত্রে জানা গেছে, ১৯৯২ থেকে ২০০৫ ব্যাচের ১০৮ জন মহিলা কর্মকর্তাকে কর্নেল পদে পদোন্নতির জন্য নেওয়া হয়েছে। জাতীয় প্রতিরক্ষা একাডেমির জন্য এক বছরে মহিলা ক্যাডেটদের জন্য ২০টি শূন্যপদ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও অফিসার্স ট্রেনিং একাডেমিতে মহিলা অফিসারদের জন্য ৪০ টি শূন্যপদ প্রকাশ করা হয়েছে। আর্মি এভিয়েশন কোরের ফ্লাইং ব্রাঞ্চে অফিসারদের সরাসরি কমিশনিং শুরু হয়েছে ২০২২ সাল থেকে। অগ্নিপথ এন্ট্রি স্কিমের মাধ্যমেও মহিলাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। শতাধিক মহিলা অগ্নিবীরের প্রথম ব্যাচ এবছরের মার্চ মাসে বেঙ্গালুরুতে প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন।