অনলাইন ডেস্ক : শিলচর ডিএসএ-র সুশীল চৌধুরী এবং মীরা চৌধুরী স্মৃতি প্রাইজমানি প্রথম বিভাগীয় ক্রিকেটে খেতাব ছিনিয়ে নিল উধারবন্দের টেবিল টেনিস ক্লাব। এসএম দেব স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে তারা ১৬ রানে হারিয়েদেয় তারাপুর এসিকে। সেই সঙ্গে উধারবন্দের ক্রীড়া ক্ষেত্রে নব যুগের সূচনা হয়ে গেল। চ্যাম্পিয়ন দলের সদস্যদের নিয়ে অকাল হোলিতে মেতে উঠলেন উধারবন্দ বাসীরা। উচ্ছ্বাস এতটাই উতলে পড়ে যে সমর্থকরা রেলি করে উধারবন্দ পর্যন্ত নিয়ে যায় খেলোয়াড়দের।
এস এম দেব স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিটি ক্লাব। ২৪.১ ওভারের সামনা করে ১২১ রান করে অলআউট হয়ে যায় তারা। বড় রানের ইনিংস গড়ার লক্ষ্য থাকলেও তারাপুর এসি – র বোলাররা সে সুযোগ দেননি।
অবশ্য এই রান নিয়েই শেষ পর্যন্ত বাজিমাত করে টিটি ক্লাব। দলের পক্ষে সর্বাধিক ৩০ রান করেছেন মৃগাঙ্ক রায়। ৫ টি বাউন্ডারির সাহায্যে। এছাড়া উল্লেখযোগ্য রান করেন সঞ্জয় কুমার সিংহ (১৩), ধ্রুবজ্যোতি রায় (২৭) ও প্রীতম নন্দী (২০)। তারাপুর এসির বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান শিবন আহমেদ লস্কর, সঞ্জয় কুমার সিংহ, শামিম আহমেদ মীর ও দেবজ্যোতি ভট্টাচার্য। পরে তারাপুর এসি ১২২ রান তারা করতে নেমে ২৭.৫ ওভার খেলে ১০৫ রান করে সব উইকেট হারিয়ে বসে। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে শুধু দুজন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন। মাসুদ মজুমদার ২৭ এবং রাজেশ নাথ ১২ রান করেছেন। তারাপুরের হয়ে সঞ্জয় সিনহা ২৪ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। এছাড়া সুমিত কৌশিক, প্রীতম নন্দী, ধ্রবজ্যোতি রায় প্রত্যেকেই দখলে রেখেছেন দুই উইকেট করে। ম্যাচের পর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স ট্রফি ছাড়া অন্যান্য ব্যাক্তিগত পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।ব্যক্তিগত পুরষ্কারের মধ্যে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন টিটি ক্লাবের দেবজ্যোতি রায়। ফাইনালের সেরা হন একই ক্লাবের সঞ্জয় কুমার সিনহা। ইটখলা স্পোর্টিংয়ের পার্থ দেবনাথ হন সেরা ব্যাটার। ১৯ উইকেট দখল করে সর্বাধিক উইকেট শিকারী হন প্রীতম নন্দী। প্রতিযোগিতার সেরা আম্পায়ার হন বিশাল তেওয়ারি। শৃঙ্খলাপরায়ন দলের স্বীকৃতি পায় ইটখলা স্পোর্টিং।
এদিকে মঙলবার বিকেলে উৎসবে মেতে ওঠেন ক্লাব সমর্থক সহ উধারবন্দের ক্রীড়া অনুরাগীরা। চ্যাম্পিয়ন টেবিল টেনিস ক্লাবের পুরো দলকে নিয়ে এসএম দেব স্টেডিয়াম থেকে বিশাল রেলি করে উধারবন্দ পর্যন্ত নিয়ে আসা হয়। খোলা গাড়িতে ট্রফি সহ খেলোয়াড়দের নিয়ে অনেক গাড়ি ও বাইক সহযোগে প্রথমে নিয়ে যাওয়া হয় উধারবন্দ থানার কাছে নেতাজির মূর্তির পাদদেশে। সেখানে আতসবাজি পোড়ানো সহ অকাল হোলিতে মাতেন খেলোয়াড় ও কর্মকর্তারা। পরে খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা, সদস্য ও সমর্থকরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পায়ে হেঁটে টেবিল টেনিস ক্লাব পর্যন্ত যান। সেখানে আরেকপ্রস্থ বাজি পোড়ানো হয়।
পরে ক্লাবে বিজয়ী দলকে নিয়ে গিয়ে অভিনন্দন জানানো হয়। সেখানে ক্লাব সভাপতি সোমনাথ দেব, সচিব কল্লোল দাস, প্রাক্তন সভাপতি সূর্যকুমার শর্মা সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হাতে দলের পক্ষে আনুষ্ঠানিক ভাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অধিনায়ক ধ্রুবজ্যোতি রায়।
ক্লাব সুত্রে জানা গেছে, আগামী দিন কয়েকের মধ্যেই বিজয়ী দলকে জাঁকালো সংবর্ধনা দেওয়া হবে।