অনলাইন ডেস্ক : বাইরে থেকে খাবার নিয়ে ঢোকা যাবে না সিনেমা হলে! এ ব্যাপারে সিনেমা হল কর্তৃপক্ষদের সিদ্ধান্তই শেষ কথা। এ বিষয়ে হলের মালিকদেরই প্রাধান্য দিল সুপ্রিম কোর্ট।এক জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, সিনেমা হল মালিকদের নিজস্ব সম্পত্তি, তারা নিজের শর্ত অনুযায়ী নিয়ম করতে পারেন, যতক্ষণ না তা জনস্বার্থ, নিরাপত্তা এবং কল্যাণের পরিপন্থী না হয়। খাদ্য এবং পানীয় বিক্রয়ের ক্ষেত্রে হল-মালিক নিজস্ব শর্ত রাখতেই পারেন। সিনেমা দেখতে আসা দর্শকেরা সেই খাবার কিনবেন কী না, সেটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত মতামত।
তবে বাচ্চাদের খাবারের ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা না রাখার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর সঙ্গে সুপ্রিম কোর্ট যোগ করেন খাবারের ব্য়াপারে নিষেধাজ্ঞা থাকলেও, সিনেমা হলে যেন বিনামূল্যে শুদ্ধ পানীয়জলের ব্যবস্থা থাকে তা নিশ্চিত করতে হবে।