অনলাইন ডেস্ক : অসম ভলিবল এসোসিয়েশন আয়োজিত সিনিয়র স্টেট ভলিবল ট্রায়াল কাম কোচিং ক্যাম্পে ডাক পেলেন হাইলাকান্দির তিন খেলোয়াড়। আগামী ১৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত গুয়াহাটিতে আয়োজিত হবে ট্রায়াল ক্যাম্প। এরজন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২২ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। আর এই ২২ জনের তালিকায় রয়েছেন হাইলাকান্দি জেলার তিন খেলোয়াড় ক্রমে প্রিন্স রানা, অপরদীপ সোনার ও অসীম রায় । এছাড়াও এই তালিকায় রয়েছেন এন এফ রেলওয়ের মহম্মদ হাসান, সঞ্জয় মল্লিক, আরিফুল হক, গৌরব খারাংরা ও কে এম মধুসূদন রাও। আসাম পুলিশ থেকে এই ট্রায়াল ক্যাম্পে ডাক পেয়েছেন হিমাংশু দাস ও কঙ্কন শইকিয়া, নাজিরা থেকে সৌরভ তোমর, মনদীপ সিং, মোহিত সেরাওত, বিনদ নেগি ও প্রসান্ত স্রোহা, গুয়াহাটি থেকে ধনজিত দাস, আব্দুল বতেন ও মানস হালই, ওদালগুড়ির ভেরগাও থেকে দুর্গা বড়ো, চিরাং থেকে প্রসেনজিৎ বসুমাতারি, মাজুলি থেকে মৃত্যুঞ্জয় মহন্ত আর দক্ষিণ কামরুপ থেকে রমেন শর্মা। এই ২২ জন খেলোয়াড়দের নিয়ে আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত গুয়াহাটিতে হবে ট্রায়াল ক্যাম্প। সঙ্গে চলবে কোচিংও। আর এই ক্যাম্প শেষে এদের মধ্যে সেরাদের নিয়ে ৭১তম সিনিয়র ন্যাশনাল চাম্পিয়নশিপের জন্য রাজ্য দল গঠন করা হবে। উল্লেখ্য এবছর ২ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত গুয়াহাটিতেই অনুষ্ঠিত হবে ৭১তম সিনিয়র ন্যাশনাল ভলিবল চাম্পিয়নশিপ।