অনলাইন ডেস্ক : চলতি বছর বাংলাভাষায় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেলেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। তাঁর ‘জলের উপর পানি’ উপন্যাসের জন্য এই পুরস্কার পেলেন তিনি। বুধবার চলতি বছরের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২৪টি ভাষায় এই বছর পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছরের পুরস্কার প্রাপকের তালিকায় ৯টি কবিতার বই, ৬টি উপন্যাস, ৫টি ছোট গল্প, ৩টি প্রবন্ধ এবং একটি সাহিত্য অধ্যয়নের বই রয়েছে।
কয়েক বছর আগে একটি জনপ্রিয় বাংলা দৈনিকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে স্বপ্নময় চক্রবর্তীর ‘জলের উপর পানি’ উপন্যাসটি। এরপর ২০২১ সালে এটির হার্ডকপি প্রকাশ করা হয়। প্রকাশের সময় থেকেই পাঠকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল এই উপন্যাস। এটি সাহিত্যিকের আর একটি বিখ্যাত উপন্যাস ‘চতুষ্পাঠী’-এর দ্বিতীয় পর্ব, যেখানে অনঙ্গমোহন নামে এক সৎ ব্রাহ্মণের কাহিনি বলা হয়েছে।
১৯৫১ সালের ২৪ আগস্ট উত্তর কলকাতায় জন্ম হয় স্বপ্নময় চক্রবর্তীর। প্রথম দিকে কবিতা, ছোটগল্প লিখলেও ধীরে ধীরে উপন্যাস লিখতে শুরু করেন তিনি। তাঁর আর এক জনপ্রিয় উপন্যাস হল ‘হলদে গোলাপ’। এই উপন্যাসের জন্য ২০১৫ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি। বাংলা সাহিত্যের সর্বত্র সমান দক্ষতায় বিচরণ করেছেন স্বপ্নময় চক্রবর্তী। এর আগে রূপান্তরকামী-সমকামী মানুষদের জীবন নিয়ে তাঁর লেখে হলদে গোলাপ উপন্যাস সর্বত্র সাড়া ফেলেছিল। সেই উপন্যাসটিও পুরস্কৃত হয়।
ব্যক্তিগত জীবন জুড়েও লড়াইয়ের ইতিহাস রয়েছে স্বপ্নময়ের। একসময় ধূপকাঠির সেলসম্যান হিসেবে কাজ করেছেন। কিন্তু সাহিত্যকর্মে ছেদ পড়তে দেননি। জীবনের যত রং সবই ধরা পড়েছে স্বপ্নময়ের উপন্যাসে। এবার সাহিত্য অকাদেমি পুরস্কার পাওয়ার খবরে তাই স্বাভাবিকভাবেই সাহিত্যমহলের সর্বত্র খুশির হাওয়া বইছে।