অনলাইন ডেস্ক : সাড়ে পাঁচ মাস পর হঠাৎ ফিরে এলেন উধারবন্দ থানা এলাকার ঝাঁপিরবন্দ দ্বিতীয় খন্ডের গৃহবধূ সালমা বেগম লস্কর। শুক্রবার থানায় হাজির হয়ে তিনি জানান, তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল একটি বাড়িতে। সেখান থেকে পালিয়ে এসেছেন তিনি। সালমা পালিয়ে এসে এভাবে বয়ান দিলেও এবার তিনি নিখোঁজ থাকাকালীন তার স্বামী সোহেল আহমদ লস্করের “পথ দুর্ঘটনায়” মৃত্যুকে ঘিরে ফের শুরু হয়েছে চর্চা। অভিযোগ উঠেছে, সোহেলের মৃত্যুর পেছনে লুকিয়ে থাকতে পারে কোনও রহস্য।
গত ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে গাড়িতে চড়ে যাওয়ার সময় মহাসড়কে গোসাইপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন সোহেল। একটি টিপারের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ ঘটে, এতে মৃত্যুমুখে পতিত হন তিনি।
৩১ ডিসেম্বর সোহেলের মৃত্যুর আগে ১১ ডিসেম্বর হঠাৎ করে নাপাত্তা হন তার পত্নী সালমা বেগম। এ নিয়ে তার মা এলাছুন নেছা মজুমদার জামাতা সোহেলের বিরুদ্ধে অভিযোগ এনে উধারবন্দ থানায় এজাহার দায়ের করেন। এতে তিনি সন্দেহ ব্যক্ত করেন তার মেয়েকে হয়তো হত্যা করে মৃতদেহ লুকিয়ে ফেলা হয়েছে। এনিয়ে পুলিশি তদন্ত চলার মধ্যেই ৩১ ডিসেম্বর “পথ দুর্ঘটনায়”মৃত্যু ঘটে সোহেলের।
সোহেলের মৃত্যুর ঘটনাটা আপাত দৃষ্টিতে পথ দুর্ঘটনা বলে মনে হলেও তার পরিবারের পক্ষ থেকে সে সময়ই এ নিয়ে সন্দেহ ব্যক্ত করা হয়। তারা পুলিশের কাছেও এনিয়ে নালিশ জানান। তাদের পক্ষ থেকে বলা হয় পথ দুর্ঘটনার রূপ দিয়ে সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এবং এর পেছনে রয়েছেন সালমা এবং তার বাবার বাড়ির লোকেরা।এরপর এনিয়েও পুলিশ শুরু করে তদন্ত।
দুটি বিষয় নিয়ে কিছুদিন তদন্ত চলার পর পরবর্তীতে সেসব অনেকটাই চাপা পড়ে যায়। এসবের মাঝেই এদিন হঠাৎ করে হাজির হন সালমা বেগম । জানা গেছে এদিন সকালে তিনি শিলচর সদর থানায় হাজির হয়ে বলেন, তাকে অপহরণ করে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। সালমার এই বক্তব্য শোনার পর শিলচর সদর থানা পুলিশ তাকে পাঠিয়ে দেয় উধারবন্দ থানায়।
উধারবন্দ থানা পুলিশ এই মুহূর্তে এ নিয়ে কিছু না বললেও সালমার পরিজনরা জানিয়েছেন তিনি নাকি উধারবন্দ থানায়ও তাকে অপহরণ করে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল বলে বয়ান দিয়েছেন।
এদিকে সালমা ফিরে আসার পর সোহেলের বাবা নুর আহমদ ও অন্যান্য পরিজনরা বলেন, সালমার ফিরে আসা ও অপহরণের কাহিনী সম্পূর্ণ সাজানো। আসলে সালমা ও তার বাবার বাড়ির লোকেরা পরিকল্পনা করে হত্যা করেছিলেন সোহেলকে। আর সেই ঘটনা চাপা দিতেই আগে থেকে পরিকল্পনা করে নিজেকে লুকিয়ে ফেলেছিলেন সালমা।তারা এ নিয়ে উপযুক্ত তদন্তের দাবী জানিয়েছেন।