অনলাইন ডেস্ক : সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের । হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ উধারবন্দ থানার অন্তর্গত চণ্ডীঘাট চা বাগানের পূর্তসড়কে। নিহত যুবক পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা আলি আকবর লস্করের পুত্র সাবির উদ্দিন লস্কর (২২) । জানা গেছে, সাবির সাইকেলে চড়ে চণ্ডীঘাট চা বাগান থেকে বাড়ি ফিরছিলেন। ঢালু সড়ক নামার সময় সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ত সড়কের পাশে কালবার্ডের গর্তে গিয়ে পড়েন । এতে গুরুত্বর আহত হন সাবির । খবর পেয়ে উধারবন্দ থানার পুলিশ অকুস্থল থেকে সাবিরকে উদ্ধার করে উধারবন্দ ব্লক প্রাথমিক হাসপাতালে পাঠায়। আঘাত গুরুতর থাকায় চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । সেখানে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয় । নিহত সাবিরের পরিবারে মা-বাবা, বিবাহিত দুই বোন ও ভাই রয়েছেন। ঘটনার আকষ্মিকতায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, চণ্ডীঘাট সড়কের পাশে কালভার্ট নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে একটি গর্ত করে রাখা হয়েছে। ইতিমধ্যে সেখানে একাধিক দূর্ঘটনা ঘটেছে। তাই শীঘ্রই কালভার্ট নির্মাণের কাজ শেষ করার দাবি জানান স্থানীয়রা ।